-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আগে ঘোমটা দেওয়া বন্ধ করা হোক, তারপর বোরখার কথা ভাববে! কেন্দ্রকে চরম হুঁশিয়ারি জাভেদ আখতারের

- May 03, 2019

প্রসিদ্ধ গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar) বৃহস্পতিবার বলেন, দেশে বোরখা পড়ায় নিষেধাজ্ঞা জারি হলে আমার কোন আপত্তি নেই। কিন্তু কেন্দ্র সরকার রাজস্থানে আগামী ৬ মে তে হওয়া লোকসভা আসনের নির্বাচনের আগে সেখান থেকে ঘোমটা (Ghoonghat) প্রথার উপর নিষেধাজ্ঞা জারি করে দেখাক।

শিবসেনা দেশে বোরখা ব্যান করার দাবি নিয়ে জাভেদ আখতারকে করা প্রশ্নের উত্তরে আখতার (Javed Akhtar) সংবাদ মাধ্যমকে বলেন, বোরখা নিয়ে আমার জ্ঞান অনেক কম। আমার বাড়িতে থাকতাম এক মহিলা কাজ করত, তাঁকে কখনো আমি বোরখা পড়ে থাকতে দেখিনি।

উনি বলেন, ইরাক কট্টর মুসলিম দেশ, কিন্তু ওই দেশের মহিলারা তাঁদের মুখ ঢেকে থাকেনা। শ্রীলঙ্কায় নতুন যে আইন আনা হয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে, মহিলারা তাঁদের মুখ ঢাকতে পারবেনা। উনি বলেন, বোরখা পড়ো, কিন্তু মুখ ঢাকা হলে চলবে না। আর এই আইনই ওঁরা লাগু করেছে।

আখতার (Javed Akhtar) আরও বলেন, যদি ভারতে বোরখার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন প্রেরিত হয়, আর এটা নিয়ে বাকিরা সহমত থাকলে আমারও আপত্তি নেই। কিন্তু এর আগে রাজস্থানে শেষ দফার ভোট হতে চলেছে, আর তাঁর আগে কেন্দ্র সরকারকে ঘোষণা করতে হবে যে, রাজস্থানে ঘোমটা (Ghoonghat) পড়া যাবেনা। উনি বলেন, ঘোমটা আর বোরখা দুটোই হটাতে হবে। তাহলেই আমি আনন্দ পাবো।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WknUYV
Bengali News
 

Start typing and press Enter to search