জম্মু কাশ্মীর থেকে জঙ্গি আর সেনার মধ্যে সংঘর্ষের খবর আসছে। সূত্র থেকে জানা যায় যে, শোপিয়ানে ইমামসাহিবে সেনা ২ থেকে তিনজন জঙ্গিকে ঘিরে ফেলেছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সেনার এনকাউন্টারে জঙ্গি লতিফ টাইগার সমেত আরেক কুখ্যাত জঙ্গিকে খতম করেছে সেনা। ২০১৬ সালে সেনার এনকাউন্টারে খতম বুরহান ওয়ানি জঙ্গি গ্রুপের সদস্য হল লতিফ টাইগার। সেনা গোটা এলাকা ঘিরে রেখেছে, আর দুই তরফ থেকে ফায়ারিং এর খবর আসছে।
শোনা যাচ্ছে যে, ওই জঙ্গিরা একটি তিনতলা বিল্ডিংয়ে লুকিয়ে ছিল। আর সেখান থেকেই তাঁরা লাগাতার সেনার উপরে ফায়ারিং চালাচ্ছিল। এর আগে ২৫ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বীজবেহারা গ্রামে সেনার এনকাউন্টারে খতম হয়েছিল দুই জঙ্গি।
তাছাড়াও ২০ এপ্রিল জঙ্গি আর সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। সোপোরের বাটরগাঁমে এক জঙ্গিকে খতম করেছিল সেনা। আরেকদিকে ১৩ই এপ্রিল শোপিয়ানে সেনা দুই জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছিল। গাহন্ড এলাকায় জঙ্গিদের সাথে সংঘর্ষের পর সেনা এই সাফলতা অর্জন করেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2H2R5e9
Bengali News