দেশের রাজধানী দিল্লীতে অবস্থিত জামা মসজিদে (Jama Masjid) পর্যটকদের প্রবেশে নিশধাজ্ঞা জারি হয়েছে বলে খবর। প্রাপ্ত খবর অনুযায়ী, এই নিষেধাজ্ঞা দিন কয়েক আগে ভাইরাল হওয়া TikTok ভিডিও এর জন্য জারি হয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দুটি মেয়েকে জামা মসজিদের (Jama Masjid) সামনে একটি গানে নাচতে দেখা গেছিল। আর তারপর থেকেই ওই ভিডিও নিয়ে বিতর্কের দানা বাঁধে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই TikTok Video ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার হামা মসজিদের একটি ছবি ভাইরাল হয়, যেখানে লেখা ছিল এখানে পর্যটকদের প্রবেশ নিশেধ। যদিও মসজিদের তরফ থেকে বলা হয়েছে যে, প্রবেশের জন্য কোন নিষেধাজ্ঞা জারি হয়নি।
মসজিদ কর্তৃপক্ষ অনুযায়ী, মেন হলে যাওয়ার জন্য সাতটি গেট আছে, আর যার মধ্যে ছয়টি টুরিস্ট দের জন্য বন্ধ করা হয়েছে। একটি বড় গেট পর্যটকদের জন্য খুলে রাখা হয়েছে, যেখানে তাঁদের সুরক্ষা সুনিশ্চিত করেই ভিতরে যাওয়ার অনুমতি নিতে হচ্ছে।
দেখুন সেই ভাইরাল ভিডিওঃ সৌজন্যে
সোশ্যাল মিডিয়ায় ওই TikTok Video ভাইরাল হওয়ার পরেই সবাই নিজের নিজের মতামত প্রকাশ করছে। কেউ বলছে মসজিদের (Jama Masjid) সামনে এরকম ভিডিও বানানো উচিৎ না। আর যারা এরকম করছে, তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিৎ। কেউ কেউ ওই ভিডিওকে ডিলিট করে দেওয়ার কথা বলছে, আবার কেউ কেউ ওই TikTok ভিডিওর প্রশংসাও করছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WlplGJ
Bengali News