পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী নামক এক টলিউড অভিনেত্রীকে পার্থী করেছে। সয়ং মমতা ব্যানার্জী লোকসভা পার্থী হিসেবে মিমি চক্রবর্তীকে বেছে নিয়েছেন। এখন যাদবপুরের মানুষ মিমি চক্রবর্তীকে ভোট প্রদান করলে উনি লোকসভায় পৌঁছে ভারতের একজন সাংসদ হতে পারবেন। তবে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে একটা গুরুতর অভিযোগ ওঠে আসছে।
সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর একটা ছবি ভাইরাল হয়ে পড়েছে যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেক ছবিটি পোস্ট করে দাবি করেছে যে মিমি চক্রবর্তী সাধারণ মানুষজনকে অচ্ছুৎ মনে করে। ছবিতে দেখা যাচ্ছে যে মিমি চক্রবর্তী গাড়িতে বসে রয়েছেন এবং লোকজন এসে উনার সাথে হাত মেলাচ্ছেন। মিমি চক্রবর্তী মানুষের কাছে ভোট চাইছেন যেখানে বহুজন এসে উনার সাথে হাত মেলাচ্ছেন।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারীদের জন্য বড় সমস্যার কারণ হয়েছে গ্লাভস। মিমি চক্রবর্তী দুই হাতে গ্লাভস পরে সকলের সাথে হাত মেলাচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বিজেপি সমর্থকরাও এই ছবির সুযোগ নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে যেটা খুবই স্বাভাবিক ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে যে উনি নাকি ভোটারদের অচ্ছুৎ মনে করেন।
TMC candidate from Jadavpur @mimichakraborty, taking untouchability to next level. look at her expression!! pic.twitter.com/z1stacztMV
— Chowkidar Shashank Singh (@pokershash) April 11, 2019
TMC candidate from Jadavpur Lok Sabha constituency Ms Mimi Chakraborty greeting voters with gloves in the hands.
দাবি করা হয়েছে যে মিমি চক্রবর্তী ভোটারদের সাথে হাত মেলানোতেও ঘৃণার মানসিকতা রাখেন। অবশ্য বিষয়টি মিমি চক্রবর্তীর ব্যক্তিগত সমস্যা হতে পারে। তবে যাইহোক যেহেতু রাজনীতিতে পা রেখেছেন সেহেতু এমন অভিযোগ, সমালোচনা, নিন্দার মুখোমুখি হওয়া খুবই সাধারণ ব্যাপার।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X7XZ6Z
Bengali News