-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

কংগ্রেস শাসিত রাজ্যে গৃহকর্তা ঘরের বাইরে লিখে দিলো ‘ডোর বেল খারাপ আছে, দরজা খোলার জন্য মোদী মোদী চিল্লান”

- April 11, 2019

কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের মুরেনা থেকে একটি চমকপ্রদ খবর সামনে আসছে। সেখানকার পৌরসভার রামনগর কলোনির অনেক বাড়ির গেটেই একটি বার্তা লেখা আছে, সেই বার্তায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ‘ ডোর বেল খারাপ আছে, দরজা খোলার জন্য দয়া করে মোদী-মোদী চিল্লান”। এই বার্তা এখন সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হচ্ছে। যাদের বাড়িতে এরকম সাইনবোর্ড টাঙানো আছে, তাঁদের কাছে এই ব্যাপারে জানতে চাইলে তাঁরা বলেন, ‘ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুব খুশি, আর সেই জন্যই এই পোস্টার লিখেছি, যাতে অন্য কেউ আমাদের কাছে ভোট না চাইতে আসে।”

ওই কলোনির মানুষজন বলছেন, অন্যদল এসে যাতে আমাদের না বিরক্ত করে, তাই আমরা এরকম পোস্টার বাড়ির বাইরে লাগিয়েছি। ওই কলোনির ১০০ এর বেশি ঘরে এই পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে পরিস্কার লেখা আছে ‘দরজা খোলার জন্য দয়া করে মোদী মোদী চিল্লান।”

আপানদের জানিয়ে রাখি, মধ্যপ্রদেশে লোকসভার নির্বাচন চার দফায় হতে চলেছে। প্রথম দফার ভোট আগামী ২৯ এপ্রিল হবে, প্রথম দফায় রাজ্যের ৪ টি আসনে ভোটিং হবে। এর আগে বিধানসভা নির্বাচনে কৃষি ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। কিন্তু ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে, কৃষি ঋণ মুকুবের নামে ২০০০ কোটি টাকার দুর্নীতি করে ফেলেছিল রাজ্য সরকার। এমনকি সেই কথা স্বীকার ও করেছে মুখ্যমন্ত্রী কমলনাথ।

কংগ্রেসের এই ঝুটা প্রতিশ্রুতির ফলে বেজায় চটে রাজ্যের কৃষক মহল। কিছুদিন আগে কংগ্রেস আয়োজিত একটি কৃষক সভায়, কৃষকেরা মোদী মোদী স্লোগান দিয়ে আবারও মোদী সরকার গঠন করার প্রতিজ্ঞা নেয়। আর এই কারণেই কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে অনেকটাই ব্যাকফুটে শাসক দল।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2X5ij8O
Bengali News
 

Start typing and press Enter to search