১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট প্রদান সম্পন্ন হয়েছে। আর সবথেকে বেশি ভোট পশ্চিমবঙ্গে পড়েছে। দীর্ঘ সময় পর্যন্ত ভোট প্রদানের কাজ চলেছে। পশ্চিমবঙ্গে কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুটি আসনে ভোট প্রদান সম্পন্ন হয়েছে। এই দুটি আসনেই দীর্ঘ সময় অবধি লম্বা লম্বা লাইন লেগে ছিল।
২০১৪ লোকসভা নির্বাচনে এই দুটি আসনে মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস পার্টি জয়লাভ করেছিল। সূত্রের খবর এই যে, এই দুটি বুথে সন্ধ্যে ৭ টা অবধি অর্থাৎ ভোট পর্বের প্রায় অন্তিম পর্যায় পর্যন্ত ৮২% এর বেশি ভোটিং হয়েছে। আর এটা রেকর্ড ভাঙ্গা ভোটিং, ৭ টার পরেও অনেক সময় ধরে কিছু স্থানে ভোটিং জারি ছিল।
অনুমান করা যাচ্ছে যে, সংখ্যা ৮৪% পার করে যেতে পারে। এত বিশাল সংখ্যায় ভোটিং দেখে বিশেষজ্ঞরা বড়ো মন্তব্য করে দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গ এবার ২০১৪ এর উত্তরপ্রদেশে পরিণত হচ্ছে। এখানে বিজেপি বিশাল জয় এর দিকে এগিয়ে চলেছে।
দুই আসনে ব্যাপক গুন্ডাগিরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা চালিয়েছে। তা সত্ত্বেও মানুষ উৎসাহের সহিত মোদীকে জেতানোর জন্য ভোটিং করতে বেরিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভোট প্রদানের এমন উৎসাহ পুরো দেশকে অবাক করে দিয়েছে। স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বড়ো পরিবর্তন এর দিকে এগিয়ে যাচ্ছে।
জানিয়ে দি, পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি নেতাদের তেমন কোনো প্রভাব মানুষের উপর নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ রাজ্য বিজেপি নেতাদের এতটা তোয়াক্কা করে না। পশ্চিমবঙ্গে বিজেপির প্রতি যে উৎসাহ দেখা যাচ্ছে সেটা পুরোটাই মোদী ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েই মানুষ ভোট প্রদানে উৎসাহ দেখাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2G7SiyT
Bengali News