ঠিক সাতদিন আগে গত রবিবার শ্রীলঙ্কায় চরম নাশকতা ছড়িয়েছিল ইসলামিক জঙ্গি সংগঠন ISIS, পবিত্র ইস্টারের দিনে শ্রীলঙ্কায় জঙ্গি হানায় কমপক্ষে ৩৫০ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ভারতীয় ছিল ১০ এর উপরে। যদিও সেদিনের পরেও শান্ত হয়নি শ্রীলঙ্কা। সেদিনের পর থেকে প্রায় রোজই বিস্ফোরণে কেঁপে উঠেছে শ্রীলঙ্কা।
এবার শ্রীলঙ্কা পেড়িয়ে ভারতে জেহাদ ছড়াতে আসছে ISIS। বাংলায় লেখা ISIS এর একটি পোস্টার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ওই পোস্টারে ISIS এর স্টাইলে লেখা আছে ‘শীঘ্রই আসছি”। গত বৃহস্পতিবার রাতে মুরসালাত নামে ISIS এর একটি জঙ্গি গোষ্ঠী একটি ওয়েবসাইটে ওই পোস্টারটি ছাড়ে। এরপর থেকেই গয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাঁরা এই বিষয়টি খুঁতিয়ে দেখছে।
এর আগেই অনেকবার এই বাংলা থেকে সক্রিয় জঙ্গি যোগ পাওয়া গেছে। এমনকি কয়েকমাস আগে একটি রিপোর্টে উঠে এসেছিল যে, এরাজ্যে সরাসরি জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য পাকিস্তান থেকে টাকা আসছে। আর এরপর এই ঘটনা মানুষের মধ্যে বেশ উদ্বেগ বাড়াচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WbajTU
Bengali News