মুম্বাই থেকে নিজের বাড়ি ঘর ছেড়ে প্রায় এক বছর মাটি কামড়ে ত্রিপুরায় পড়েছিল সঙ্ঘের নেতা সুনীল দেওধর (sunil deodhar)। ত্রিপুরায় প্রতিটি জেলায়, প্রতিটি পাড়ায় এমনকি প্রতিটি ঘরে গিয়ে বিজেপি এবং সঙ্ঘের আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন সুনীল দেওধর। এবার এই সুনীল দেওধরকে (sunil deodhar) বাংলার বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করলো বিজেপি।
২০১৮তে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটানোর পর এরাজ্যেও সুনীল দেওধরকে দ্বায়িত্ব দেওয়ার দাবি তুলেছিল বিজেপির কর্মী সমর্থকেরা। এবার তাঁদের আশা পূরণ করে কলকাতায় এলেন সুনীল দেওধর। কলকাতায় এসে প্রথমেই তিনি কালীঘাটে মায়ের কাছে পুজা দেন।
আপাতত ওনাকে মমতা এবং অভিষেকের দুর্গে ভাঙন ধরানোর কাজ দেওয়া হয়েছে বলে খবর। বিজপি সূত্র অনুযায়ী, ওনাকে এখন দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতার আসনের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। উনি দায়িত্ব পাওয়ার পরে দলে সংঘ প্রভাবীত নেতাদের নিয়ে দক্ষিণ কলকাতায় একটি বৈঠক করেন। ওই বৈঠকে রাজ্যের পরিস্থিতি সমন্ধ্যে সব খুঁটিনাটি তথ্য নেন উনি।
সুনীল দেওধরকে এরাজ্যের দ্বায়িত্ব দেওয়ার পর যে, রাজ্যে বিজেপির শক্তি আরও বৃদ্ধি হতে চলেছে সেটা বলাই বাহুল্য।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2XN2KTN
Bengali News