অবৈধ নাগরিক ইস্যুতে কড়া পদক্ষেপ নেওয়া আমেরিকা এখন, পাকিস্তানকে চরম শিক্ষা দিতে চলেছে। ভিসা শেষ হওয়ার পর আমেরিকায় ঘাঁটি গেঁড়ে বসে থাকা পাকিস্তানি নাগরিকদের পাকিস্তান ফেরত নেবেনা বলে জানিয়েছে। আর তারপরেই পাকিস্তানকে এই ইস্যু নিয়ে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা এও বলেছে যে, তাঁরা পাকিস্তানের ভিসাই নিষিদ্ধ করে দেবে, আর এর শুভারম্ভ পাকিস্তানের আধিকারিকদের ভিসা নিষিদ্ধ করে শুরু করবে।
আমেরিকার এই হুঁশিয়ারি পাকিস্তানের জন্য বড় ঝটকা হতে চলেছে। কারণ পাকিস্তান সেইসব দেশের তালিকায় অন্তর্ভুক্ত, যাদের উপর আমেরিকার অবৈধ নাগরিক সম্বন্ধীয় আইন লাগু হয়। ওই আইন অনুযায়ী, আমেরিকা থেকে প্রত্যার্পিত করা এবং ভিসা শেষ হওয়ার পরেও আমেরিকা থেকে নিজদের নাগরিকদের ফেরত না নেওয়া দেশের মানুষকে আমেরিকা ভিসা দেবেনা। পাকিস্তান আমেরিকার এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁদের নাগরিকদের আমেরিকা থেকে ফেরত নিয়ে যাবেনা বলে জানিয়ে দিয়েছে। আর এরপরেই আমেরিকা হুঁশিয়ারি বার্তা জারি করেছে।
আমেরিকার বিদেশ বিভাগ শুক্রবার একটি বয়ান জারি করে জানায়, পাকিস্তানে দূতাবাস সম্বন্ধীয় কাজে এখনো পর্যন্ত কোন বদল দেখা যায়নি। কিন্তু আমেরিকা পাকিস্তানি নাগরিকদের ভিসা নিষিদ্ধ করতে পারে, আর এর শুরু পাকিস্তানের বরিষ্ঠ আধিকারিকদের দিয়ে করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZCmOdb
Bengali News