-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমি একজন ইঞ্জিনিয়ার, কয়েক মিনিটে EVM ভুল তা প্রমাণ করে দেব: স্যাম পিত্রদা, কংগ্রেস নেতা।

- April 20, 2019

কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী এবং তার গুরু স্যাম পিত্রদা আরো একবার EVM মেশিন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। কংগ্রেস পার্টি এটা অনুভব করে নিয়েছে যে, তারা এবার নির্বাচনে হারতে চলছে। সেই দিক লক্ষ রেখেই স্যাম পিত্রদা EVM এর উপর দোষারোপ শুরু করে দিয়েছে। মনে করিয়ে দি, এর আগে যতগুলি বিধানসভা নির্বাচনে কংগ্রেস হেরেছে প্রত্যেকটিতে EVM  মেশিনকে দোষারোপ করেছে। অন্যদিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ে নির্বাচনে জিতলে তখন EVM মেশিন নিয়ে কোন প্রশ্ন উঠায়নি কংগ্রেস।

জানিয়ে দি, এবার EVM মেশিন নিয়ে সবথেকে বেশি সরব রাহুল গান্ধীর গুরু স্যাম পিত্রদা। স্মরণ করিয়ে দি, স্যাম পিত্রদা সেই ব্যক্তি যিনি এয়ার স্ট্রাইক নিয়ে সরকারের কাছে প্রমান চেয়েছিল। স্যাম পিত্রদা সেই ব্যক্তি যিনি ভারতীয়দের বাঁদর বলে কটাক্ষ করেছিলেন। আর এখন ভারতের নির্বাচন পরিকাঠামোর উপর প্রশ্ন তুলে দিয়েছেন। স্যাম পিত্রদা বলেছেন, আমি একজন ইঞ্জিনিয়ার তথা টেকনিক্যাল এক্সপার্ট। তাই আমি জানি যে EVM কতটা সঠিক কতটা নির্ভুল। আমাকে যদি কেউ EVM এনে দেয় তাহলে আমি EVM যে ভুল তা প্রমাণ করে দেব।

স্যাম পিত্রদা সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন, আমরা ক্ষমতায় এলে দেশে আবার গান্ধী নীতি লাগু হবে। উনার মতে, এই ৫ বছরে দেশ থেকে গান্ধীজির নীতি উধাও হয়ে গেছে। স্যাম পিত্রদা আরো বলেছেন যে, কংগ্রেস ক্ষমতায় এলে সকল গরিবকে ৭২ হাজার টাকা বছরে দেওয়া হবে। এর জন্য মধ্যবিত্তদের উপর ট্যাক্সের বোঝা একটু বাড়তে পারে তারও ইঙ্গিত স্পষ্ট করেছেন সোনিয়া ঘনিষ্ঠ স্যাম পিত্রদা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UM1a7r
Bengali News
 

Start typing and press Enter to search