কংগ্রেসের উপর হামলা করে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব কংগ্রেসকে সবথেকে বড় চিটিংবাজ পার্টি বলে আখ্যা দিয়েছেন। এমনকি উনি ওনার পিতা মুলায়ম সিং যাদব আর নিজের উপর সিবিআই এর দুর্ব্যবহার করার অভিযোগও তুলেছেন।
অখিলেশ বলেন, ‘ এটা সেই কংগ্রেস যারা আমার বাবা মুলায়ম সিং এর বিরুদ্ধে সিবিআই এর দুর্ব্যবহার করেছিল। আমি কাউকে ভয় পাইনা। আমার বিরুদ্ধে যারা Public interest litigation (PIL) দাখিল করেছিল, তাঁরাও এই কংগ্রেসের সদস্য, আর তাঁরা কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন উপস্থিত ছিল।”
একদা বিজেপির বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের একে অপরের ভাই বলা নেতারা এখন নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে একে অপরের উপর কাঁদা ছুড়ছে। ২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভা ভোটের সময় কংগ্রেস আর সমাজবাদী পার্টি বিজেপির বিরুদ্ধে লড়েছিল।
সেই সময় রাহুল গান্ধী আর সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব নিজেদের ভাই বলে সবার সামনে একে অপরের প্রশংসা করেছিল। শেষে উত্তর প্রদেশে বিজেপির কাছে লজ্জা জনক হারের পরও তাঁদের বন্ধুত্ব কায়েম থাকবে বলে জানিয়েছিল তাঁরা। কিন্তু দুই বছর যেতে না যেতেই একে অপরের শত্রু হয়ে উঠেছে। এমনকি রাফাল ইস্যুতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায় ( রাফাল নিয়ে দুর্নীতি হয়নি) কে স্বাগত জানিয়ে জেপিসি তদন্তের বিরুদ্ধে কথা বলেছিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GrzoTH
Bengali News