-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝোলাতে ভোটে জিততে চায় কংগ্রেসের এই প্রার্থী

- April 20, 2019

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) বিতর্কিত বয়ানের ঝুলি থামার নামই নিচ্ছে না। আর সেই ক্রমেই ছত্তিসগড় বিধানসভা আসনের ধরমজয়গড় বিধানসভা (Dharamjaigarh Assembly) আসনের কংগ্রেসের বিধায়ক লালজিত রাঠিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত বয়ান দেয়। উনি বলেন, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝোলানো উচিৎ।”

একটি জনসভায় বক্তব্য রাখার সময় কংগ্রেসের বিধায়ক তথা রায়গড় আসনের কংগ্রেসের প্রার্থী লালজিত রাঠিয়া (laljit rathiya) বলেন, ‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিৎ।”

ওনার এই বয়ান নোটবন্দির বিরুদ্ধে ছিল। রাঠিয়া বলেন, ‘ প্রধানমন্ত্রী নজে বলেছিলেন, ১০০ দিনের মধ্যে কালোধন ফেরত না আসলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিও।”

রাঠিয়ার (laljit rathiya) এই বয়ানের পর বিজেপি ওনার উপর পাল্টা আক্রমণ করে। বিজেপি টুইট করে বলে, ‘ এরা ভোট নরেন্দ্র মোদীকে ফাঁসিতে ঝোলানোর জন্য চায়। এরপর সাধ্বীকে ২৪ দিন না খাইয়ে রাখতে পারবে। উমা ভারতিকে জল সমাধি দিতে পারবে। এটাই কংগ্রেসের অহংকার।”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2XrB5HF
Bengali News
 

Start typing and press Enter to search