বৃহস্পতিবার কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট গ্রহণের সময় এক সিআরপিএফ (CRPF) জওয়ান নিজের বুদ্ধি এবং সাহসকে কাজে লাগিয়ে এক প্রিসাইডিং অফিসারের জীবন বাঁচান।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সকাল ৯টা নাগাদ বুচপোরায় এক ভোট গ্রহণ কেন্দ্রে মোতায়েন ২৮ ব্যাটেলিয়ান এর কনস্টেবল সুরেন্দ্র কুমার দেখেন যে, সেখানে উপস্থিত এক প্রিসাইডিং অফিসার এহসান-উল হক এর শারিরিক অবস্থার অবনতি হচ্ছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তিনি আচমকা বেহুঁশ হয়ে পড়ে যান।
রেড ক্রস সিকিউরিটির থেকে ট্রেনিং নেওয়া ৫০ জন সিআরপিএফ (CRPF) জওয়ানের মধ্য একজন এমারজেন্সি নাম্বারে ফোন করেন, কিন্তু সেখানে ফোন করেও সাথে সাথে সাহাজ্য পাওয়া যাচ্ছিল না। তখন ওই জওয়ান (সুরেন্দ্র কুমার) তাঁর বরিষ্ঠ আধিকারিক ডঃ সুনিদ খান এর কাছে সাহাজ্য চান।
J&K: CRPF's Ct/GD Surinder kumar, posted at booth no.13 in Buchpora, Srinagar performed CPR&gave other revival aids on 18 Apr to booth's Presiding Officer(PO), following instructions by a doctor over phone, when PO had a heart attack. Ambulance arrived after 50 minutes,PO is safe pic.twitter.com/Ua06lihXzl
— ANI (@ANI) April 20, 2019
করতব্যরত প্রিসাইডিং অফিসার হৃদ রোগে আক্রান্ত হয়েছিলে, এরপর আগামী ৪৫ মিনিট সিআরপিএফ (CRPF) জওয়ান সুরেন্দ্র কুমার ডঃ খান এর নির্দেশে প্রিসাইডিং অফিসারকে সিপিআর এবং মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার কাজ করেন।
ডঃ খানের নির্দেশ অনুযায়ী, সুরেন্দ্র কুমার ৩০ সিপিআর আর তিনবার মুখে মুখ লাগিয়ে শ্বাস দিয়েছিল। অনেকক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে হৃদ রোগে আক্রান্ত অফিসারকে হাসপাতাল নিয়ে গেছিল। হাসপাতালের ডাক্তার অনুযায়ী, সময়মত সুরেন্দ্র কুমার যদি এই কাজ না করত, তাহলে হয়ত প্রিসাডিং অফিসার এহসান-উল হক আর বেঁচে থাকত না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2vdm1RQ
Bengali News