তৃতীয় দফার নির্বাচনের আগে এরাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুনিয়াদপুরে ( Buniadpur ) একটি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। সভার প্রথমে তিনি বাংলায় ভাষণ দিয়ে সবার মন জয় করে নেন। আসুন জেনে নিন, ওই জনসভায় কি কি ইস্যু নিয়ে মমতা ব্যানার্জীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- প্রথম দু দফার ভোটিং এর পর পশ্চিমবঙ্গের উন্নয়নের স্পীড ব্রেকার দিদির ঘুম উড়ে গেছে।
- অনেক হুমকি পাওয়ার পরেও রাজ্যের কৃষক, মজদুর, ব্যাবসায়ি, যুবক, মা আর বোনেরা ভোট দিয়েছেন। তৃণমূলের গুন্ডাগিরির মোক্ষম জবাব দিয়েছেন আপনারা।
- পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করবে। আগামী ২৩ মে পশ্চিমবঙ্গে হিংসা ছড়ানো দিদিকে শাস্তি দেবে।
- এখানে গরীবদের গরিব রাখার চক্রান্ত চলছে। সারদা, নারদা আর রোজ ভ্যালি দুর্নীতির মাধ্যমে এখানকার গরিব মানুষদের পয়সা লুটে নেওয়া হয়েছে।
- মা, মাটি আর মানুষের নাম নিয়ে মমতা দিদি এরাজ্যকে ধোঁকা দিয়েছে।
- যেই যুবকেরা পরীক্ষায় পাস করেছিল, তাঁদের চাকরি দেওয়া হয়নি। কেন্দ্র সপ্তম পে-কমিশন দিয়েছে, কিন্তু মমতা দিদি এখানে এখনো পর্যন্ত ষষ্ঠ পে-কমিশন দিতে পারেনি।
- তোষণের জন্য অন্য দেশ থেকে শিল্পী ডেকে এনে প্রচার করানো হচ্ছে।
- এখানে পুজা করতে গেলে বাঁধা দেওয়া হয়। মমতা ব্যানার্জী দুর্গা অষ্টমীতে হওয়া বোমা বিস্ফোরণের তদন্ত আটকে দিয়েছিল।
- ভারত আজ জঙ্গিদের তাঁদের দেশে ঢুকে মেরে আসে। আপনার গর্ব হচ্ছে তো? মোদী ঠিক করছে তো? আর এরা জঙ্গি মারা নিয়ে প্রমাণ চায়! আরে মমতা দিদি চিটফান্ড দুর্নীতির প্রমাণ খুঁজুন।
- ২৩শে মে দেশে আবার মোদী সরকার গঠন হবে, ভারতে অবৈধ ভাবে প্রবেশকরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নতুন সরকার। সংসদে নাগরিকতা সংশোধন বিল পাস করিয়েই ছাড়বে নতুন সরকার।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Up3JYd
Bengali News