-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

এবার হবে ‘ন্যায়”, কংগ্রেসকে কংগ্রেসের স্লোগান দিয়েই হামলা বিজেপির

- April 18, 2019

ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের বিরোধিতা করার জন্য, কংগ্রেসের জনতাকে ভোলানর প্রতিশ্রুতির অবলম্বন নিয়েছে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে, তাঁরা ২০১৯ এর লোকসভা আসনে জিতলে দেশের গরিব পরিবারকে প্রতিমাসে ৬০০০ টাকা আর বছরে ৭২০০০ টাকা দান করবে।

কংগ্রেস এই প্রকল্পের নাম ‘ন্যায়” দিয়েছে। আর তারসাথে তাঁরা ‘আব হোগা ন্যায়” এর ক্যাম্পেইন শুরু করেছে। ৬০ বছর ক্ষমতায় থেকে তাঁরা দেশবাসীর সাথে যেই অন্যায় করেছে, এব্র ক্ষমতায় এসে সেই অন্যায়ের ন্যায় বিচার করবে তাঁরা। এবার বিজেপি কংগ্রেসের এই ট্যাগ লাইন ব্যাবহার করে কংগ্রেসের উপরেই হামলা করেছে।

বিজেপির মুখপাত্র তেজিন্দর সিং বজ্ঞা টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুরের ছবি আছে। প্রজ্ঞার ওই ছবির পাশেই লেখা আছে, ‘ আব হোগা ন্যায়” এই পোস্টার দিল্লির অনেক এলাকাতেই লাগানো হয়েছে।

মালেগাঁও বিস্ফোরণের পর সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে সন্দেহের বশে অভিযুক্ত করেছিল পুলিশ। কিন্তু উপযুক্ত সাক্ষ প্রমাণ না থাকার ফলে, দীর্ঘ ৯ বছর জ্বালা যন্ত্রণা সহ্য করার পর মুক্তি পেয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। আর ওনাকে বিজেপির প্রার্থী করার কথা ঘোষণা হয়েছে।

সাধ্বী প্রজ্ঞা বৃহস্পতিবার বলেন, ‘ সন্ত্রাসবাদ, মহিলা সুরক্ষা আর দুর্নীতি মুক্ত দেশ গড়ার  জন্য মানুষের কাছে আমি নিজের মনের কথা বলব। আমার উপর ভরসা রাখার জন্য ভারতীয় জনতা পার্টির নেতাদের ধন্যবাদ জানাই।” তাছাড়াও উনি ওনার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী দিগ্বিজয় সিংকে পাত্তা দিতে নারাজ।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IDta69
Bengali News
 

Start typing and press Enter to search