বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটে তুমুল গণ্ডগোল হয় দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়ায়। সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় তৃণমূলের সন্ত্রাস। বিরোধী দলের কর্মীদের বুথ থেকে মারধর করে বের করা দেওয়া এবং ভোটারদের ভয় দেখিয়ে ভোট না দিতে দেওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে চোপড়া।
ভোট না দিতে পারায় স্থানীয় মানুষ ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের একান্ত অনুরোধে অবরোধ তুলে দেয় গ্রামবাসীরা। পরে পুলিশ নিজেই গ্রামবাসীদের বুথের দিকে নিয়ে যান ভোট দেওয়ানর জন্য। এই ঘটনায় গ্রেফতার করা হয় এক তৃণমূল কর্মীকে, তাঁর বিরুদ্ধে ভোটারদের শাসানর অভিযোগ উঠেছিল।
এত কিছুর পর স্থানীয় মানুষ ভেবেছিল এবার শান্ত হবে চোপড়া। কিন্তু তা হল না! ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত হল দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়া। সকাল সকাল মকডুমি গ্রামে তৃণমূল কর্মীরা বিজেপির উপর হামলা চালায় বলে অভিযোগ।
শুরু হয় দুপক্ষের মধ্যে গুলির লড়াই। এই ঘটনায় সপ্তম শ্রেণীর এক পড়ুয়া জখম হয়। প্রাপ্ত খবর অনুযায়ী ওই পড়ুয়ার পায়ে গুলি লাগে। চিকিৎসার জন্য তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Vc3BQa
Bengali News