প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার কাশী পৌঁছান, আর সেখানে উনি একটি রোড শো করেন। আর সেই সময় কাশীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য মানুষ প্রচুর ভালোবাসা দেখান। ওনার প্রতি কাশীর এই ভালোবাসা নতুন না, বাবা বিশ্বনাথের শহর ওনাকে সবমসয়ই মন খুলে ভালোবাসা দিয়েছে।
কাশীর রাস্তায় জন সমুদ্র বয়ে গেছিল, আর বাবা বিশ্বনাথের নগরি মোদীময় হয়ে গেছিল। যখন প্রধানমন্ত্রী মোদীর রোড শো একটি মুসলিম বহুল এলাকা সোনারপুর হয়ে যাচ্ছিল, তখন সেখানে এক বয়স্ক মুসলিম ব্যাক্তি মোদীর জন্য একটি শাল উপহার দেওয়ার চেষ্টা করছিলেন। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসতেই, তিনি নিজের কনভয় থামিয়ে দেন। আর ওই মুসলিম ব্যাক্তির থেকে শাল উপহার নেন। এই দৃশ্য দেখার পর ওখানকার জনতার মধ্যে খুশির ঝড় বয়ে যায়।
#LoksabhaElections2019 @PMOIndia @narendramodi cavalcade passing through #Sonarpura a #Muslim dominated area, an old person was trying to gift a shawl to PM, PM stopped took the shawl and wore it, exited crowd can be seen cheering #Varanasi pic.twitter.com/LzSasmWalx
— Sachin Singh (@sachinsingh1010) April 25, 2019
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vox6zS
Bengali News