-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভিডিওঃ কাশীর মুসলিম মহল্লায় মুসলিম ব্যাক্তির থেকে শাল নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থামিয়ে দিলেন কনভয় আর তারপর ..

- April 25, 2019

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বৃহস্পতিবার কাশী পৌঁছান, আর সেখানে উনি একটি রোড শো করেন। আর সেই সময় কাশীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য মানুষ প্রচুর ভালোবাসা দেখান। ওনার প্রতি কাশীর এই ভালোবাসা নতুন না, বাবা বিশ্বনাথের শহর ওনাকে সবমসয়ই মন খুলে ভালোবাসা দিয়েছে।

কাশীর রাস্তায় জন সমুদ্র বয়ে গেছিল, আর বাবা বিশ্বনাথের নগরি মোদীময় হয়ে গেছিল। যখন প্রধানমন্ত্রী মোদীর রোড শো একটি মুসলিম বহুল এলাকা সোনারপুর হয়ে যাচ্ছিল, তখন সেখানে এক বয়স্ক মুসলিম ব্যাক্তি মোদীর জন্য একটি শাল উপহার দেওয়ার চেষ্টা করছিলেন। সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসতেই, তিনি নিজের কনভয় থামিয়ে দেন। আর ওই মুসলিম ব্যাক্তির থেকে শাল উপহার নেন। এই দৃশ্য দেখার পর ওখানকার জনতার মধ্যে খুশির ঝড় বয়ে যায়।

এই রোড শো বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে দশাশ্বমেধ ঘাট (Dashashwamedh Ghat) পর্যন্ত হয়েছিল। তারপর প্রধানমন্ত্রী মোদী সেখানে গিয়ে গঙ্গা আরতিতে অংশ নেন। তারপর তিনি একটি জনসভাকে সম্বোধিত করেন। উনি বলেন, সমর্থ ভারতের জন্য, সতন্ত্র ভারতের জন্য, খুশির ভারতের জন্য উন্নয়নের সাথে সাথে দেশের সুরক্ষাও দরকার। আমরা এমন এক পথে অগ্রসর হয়েছি, যেখানে বিজ্ঞান, আধ্যাত্মিকতা, প্রতিভা, পর্যটন, খাওয়া-দাওয়া, খেলাধুলা, আধুনিকতা সব হওয়া দরকার পশ্চিমাকরন ছাড়াই।

 



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vox6zS
Bengali News
 

Start typing and press Enter to search