প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোলপুর সফরের দিন, সকাল বেলায় তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের সাঁইথিয়ার হরিসড়া গ্রাম পঞ্চায়েত একটি বাইক মিছিলের আয়োজন করেছিল তৃণমূল। ওই মিছিলে নিজেকে বাহুবলি প্রমাণ করতে তৃণমূলের এক কর্মী বাইকে বসে বন্দুক নিয়ে মিছিলে অংশ নিয়েছিল।
এই ঘটনার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাজ্যের গণতন্ত্রের নগ্নরুপ ফুটে ওঠে দেশ জুড়ে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে সর্বত্র। যদিও এই ঘটনার পর তৃণমূলের তরফ থেকে ওই বন্দুককে খেলনার বন্দুক বলে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল।
আর এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার পরের দিন থেকেই তৃণমূলের ওই কর্মীকে হন্যে হয়ে খোঁজা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে তৃণমূলের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর জানা যায়, ধৃত ব্যাক্তির নাম মেঘদূত মণ্ডল, ওরফে লাল্টু। ধৃত ব্যাক্তি তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। আজ ধৃত তৃণমূল কর্মীকে সিউড়ি আদালতে তোলা হবে।
প্রসঙ্গত ২৪ এপ্রিল তৃণমূল অঞ্চল সভাপতি প্রশান্ত মণ্ডলের নেতৃত্বে শখানেক তৃণমূল কর্মী শতাব্দী রায়ের সমর্থনে বাইক মিছিল বের করে। আর সেই মিছিলেই এই ঘটনা ঘটে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানায় বিজেপি। আর তারপর থেকেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করার জন্য উঠেপড়ে লাগে পুলিশ।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L11VoF
Bengali News