চীন এমন একটা দেশ যারা ওপর দেশের বেশি জিনিসপত্র নিজেদের দেশে ঢুকতে দেয় না অন্যদিকে নিজেদের প্রোডাক্ট অন্যদেশে ঢুকিয়ে ব্যাবসা চালায়। চীন সেই দেশ যারা আমেরিকার ফেসবুক, ইউটিউবের মতো কিছু ঢুকতে দেয়নি। চীন সবকিছুই নিজস্ব ব্যাবহার করে যার ফলে পুরো প্রফিট নিজের দেশেই থাকে এবং দেশের নাগরিকদের ডাটা অন্যদের হাতে যায় না। ভারতের কাছে প্রতিভার কোনো অভাব নেই কিন্তু রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাবে ভারতে নিজস্ব সোশ্যাল প্যাটফর্ম দাঁড়িয়ে উঠতে পারেনি।
তবে এখন ভারত আবার দাঁড়াতে শুরু করেছে এবং মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই ভারত সোশ্যাল প্ল্যাটফর্মের দিকেও ১ নাম্বার হবে। বর্তমানের সরকার ইতোমধ্যে এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। ভারত সরকার নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির উপর জোর দেওয়ার সাথে সাথে বিদেশী কোম্পানির উপরেও কড়া নজর দিতে শুরু করেছে। সেটা খাদ্যদ্রব্য উৎপন্নকারী বিদেশী কোম্পানি হোক বা সোশ্যাল মিডিয়ার কোম্পানি হোক।
সম্প্ৰতি এক রিপোর্টে জানা গেছে, বিদেশী শক্তি ভারতের বিরুদ্ধে বড়ো ষড়যন্ত্র চালাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বিদেশ(ইউরোপ, আমেরিকা) থেকে নানা সাদা তেল,টুথপেস্ট, কোল্ড ড্রিংকস সহ খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে যেগুলো ভারতের ক্যান্সার নামক রোগ ছড়াচ্ছে। এই ক্যান্সার রোগের সাথে লড়াই করার ওষুধও বিদেশী থেকেই আমদানি হয়। অর্থাৎ মানুষ মারার মাধ্যমে পুরো ব্যাবসা শুরু হয়েছে। একই সাথে বিদেশী নানা আপ্লিকেশন,সোশ্যাল সাইট ভারতীয়দের ডাটা চুরি করার কাজ করছে।
এর মধ্যে UC ব্রাউজার ও UC নিউজ এপ্লিকেশন এর নাম সামনে আসছে। মোদী সরকার এই কোম্পানি গুলোর বিরুদ্ধে একশন নিতে শুরু করেছে। গাজিয়াবাদ জেলা কোর্ট UC ব্রাউজার ও UC নিউজ এর প্রমুখের বিরুদ্ধে জামানত হীনগ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেছে। ডিসেম্বর ২০১৮ থেকে এদের বিরুদ্ধে সামন পাঠানো হচ্ছে কিন্তু কেউ আদালতে হাজিরা না দেওয়ার গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করা হয়েছে। মূলত যে দুজন ব্যাক্তি বিশেষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তার চীনের নাগরিক এবং ভারত স্থিত কার্যালয়ে নিজেদের কাজকর্ম দেখাশোনা করে।
চীনে তৈরি মোবাইল ফোনের পর এবার চীনের মোবাইল এপ্লিকেশন এর উপর কেন্দ্র সরকারের নজর পড়েছে। সরকার অলিবাবার uc ব্রাউজারের উপর কার্যবাহী শুরু করেছে। সরকার তদন্তের মাধ্যমে এটা জানার চেষ্টা করছে যে কিভাবে এই এপ্লিকেশন গুলি ব্যাবহারকারীরী ডাটা ও লোকেশন রিমোর্ট সিস্টেমে প্রেরণ করে। ডাটা চুরির ইস্যুতে সরকার প্রায় সমস্থ চীনি হ্যান্ডসেটের উপর তদন্ত শুরু করেছে।
সরকার ২৮ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি কোম্পানির কাছে নোটিস পাঠিয়ে জবাব চেয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GzhS1k
Bengali News