মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রার্থী দিগ্বিজয় সিং (Digvijaya Singh) এর নির্বাচনী প্রচারের সময় এক অবাক করা কাণ্ড ঘটে গেলো। দিগ্বিজয় সিং এর সভায় এক যুবক মঞ্চে উঠে মোদীর প্রশংসা করতে শুরু করে দেয়। আর তারপর কংগ্রেসের প্রার্থী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ওই যুবককে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়! কদিন আগেই কংগ্রেস দিগ্বিজয় সিংকে ভোপাল আসনের প্রার্থী বানায়, আর তারপর থেকে তিনি প্রচারে নেমে পড়েন।
ভোপালে এক নির্বাচনী প্রচারের সম্য দিগ্বিজয় সিং সবার কাছে জিজ্ঞাসা করেন, তাঁরা ১৫ লক্ষ টাকা পেয়েছে কি না? আর সেই সময় এক যুবক মঞ্চে উঠে হ্যাঁ বলাতে তাঁকে মঞ্চে ডাকেন দিগ্বিজয় সিং। তারপর ওই যুবক মাইক ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুণগান করতে থাকে। ওই যুবক এয়ার স্ট্রাইকের প্রশংসা করে, আর তখন দিগ্বিজয় সিং রেগে গিয়ে ওই যুবককে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয়।
#WATCH Bhopal: Congress candidate Digvijaya Singh asks a youth in the crowd 'did you get Rs 15 lakhs in your account?' The youth walks up to the stage and says 'Modi ji did surgical strike and killed terrorists.' pic.twitter.com/FRoVhHPk5h
— ANI (@ANI) April 22, 2019
মধ্যপ্রদেশের ভোপালে দিগ্বিজয় সিংকে কংগ্রেস প্রার্থী করার প সেখানে বিজেপি সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী ঘোষণা করে। আর বিজেপির এই ঘোষণা পরেই ওই আসনে লড়াই আরও জমে ওঠে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2viZIKS
Bengali News