লোকসভা ভোটের আগে ফের বড়সড় ভাঙন তৃণমূলে। জঙ্গলমহলে তৃণমূলকে ভেঙে আবারও শক্তি বৃদ্ধি করলো ভারতীয় জন পার্টি। বিজেপি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আজ পুরুলিয়ার হুড়া গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান অম্বুজ মাহাত সমেত ১৪৮ টি পরিবারের ৭০০ জন আনুষ্ঠানিক ভাবে যোগ দেন বিজেপিতে।
যোগদানকারীদের বক্তব্য অনুযায়ী, তৃণমূলের লাগাম ছাড়া সন্ত্রাস আর দুর্নীতির কারণে তাঁরা তৃণমূলের সঙ্গ ত্যগ করতে বাধ্য হয়েছেন। যোগদানকারীদের মতে, তৃণমূলের আমলে জঙ্গলমহলে যা উন্নতি হয়েছে, তা সব খাতায় কলমে। বাস্তবায়িত করতে ব্যার্থ তৃণমূল। নেতাদের পকেট ভরছে কিন্তু এলাকার উন্নতি এখনো দূর অস্ত। তাই তাঁরা নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় প্রেরিত হয়ে বিজেপিতে যোগদান করলেন।
যোগদানকারীদের মধ্যে একজন বলেন, ‘ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের আমলে তাঁরা বিনা পয়সায় গ্যাস পেয়েছে। বাড়িতে আলো জ্বালানোর জন্য কম পয়সায় এলইডি লাইট পেয়েছে। এবং বিগত পাঁচ বছরে খাদ্যদ্রব্যের মূল্যও বৃদ্ধি হয়নি।” আর এই জন্যই তাঁরা আরও শক্তিশালী ভারত গড়তে, নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Znf7rj
Bengali News