বিজেপি (Bharatiya Janata Party) এর প্রেস কনফারেন্স এর সময় বিজেপি নেতা জি. ভি. এল. নরসিমহা রাও (G. V. L. Narasimha Rao) আর ভুপেন্দ্র যাদবকে লক্ষ্য করে এক ব্যাক্তি জুতো ছুঁড়ে মারেন। প্রেস কনফারেন্সে এই জুতো কাণ্ডের পর হইচই রব পড়ে যায়। এই ঘটনায় কানপুরের ডাক্তার শক্তি ভার্গব (dr shakti bhargava) এর নাম উঠে আসছে।
পাওয়া তথ্য অনুযায়ী, নরশিমহা রাও বিজেপির প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে (sadhvi pragya) নিয়ে তথ্য দেওয়ার সময় এই আক্রমণ করা হয় ওনার উপর। জুতো ছুঁড়ে মারার পর সবাই তঠস্ত হয়ে যায়, আর সেই সময় বিজেপি অফিসের স্টাফ জুতো ছুঁড়ে মারা ব্যাক্তিকে পাকরাও করে।
ওই ব্যাক্তি কানপুরের বাসিনা। যদিও উনি কেন জুতো ছুঁড়ে মেরেছিলেন সেটা এখনো স্পট হয়নি। সুরক্ষা কর্মীরা তাঁকে অফিসের বাইরে বের করে নিয়ে যাওয়ার সময় ওই ব্যাক্তি তাঁর ভিসিটিং কার্ড দেখান, সেখানে নামের যায়গায় ডঃ শক্তি ভার্গব ( dr shakti bhargava ) লেখা ছিল।
ডঃ শক্তি ভার্গব কানপুরের ভার্গব হাসপাতালের (bhargava hospital) মালিক। ২০১৮ সালে ডিসেম্বর মাসে আয়কর বিভাগের দল ডঃ ভার্গব এর বাড়ি এবং অন্য যায়গায় হানা দিয়েছিল। ডঃ ভার্গব ডাক্তারি ছাড়াও রিয়েল এস্টেট এর ব্যাবসা করেন।
আয়কর বিভাগের মতে, ডঃ ভার্গব স্কাই লাইন নির্মাণ প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড কম্পানিতে ৮ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু উনি এটা বলতে পারেন নি, ওই আট কোটি টাকা কোথা থেকে পেয়েছেন উনি? উনি এত বড় অর্থ কি করে জুটিয়েছিলেন সেটাও জানান নি।
স্কাই লাইন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে উত্তর প্রদেশের কানপুরের বিল্ডার অনুপ আগরবালেরও অংশীদারি আছে। এই কানেকশনে অফিসারেরা অনুপ আগরবালের প্রতিষ্ঠান গুলোরও তদন্ত করেছিল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2PjIjuM
Bengali News