আজ লোকসভা নির্বাচনের (Lok sabha Elections) দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। দেশের ৯৫ টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকেই এরাজ্যে ভোট গ্রহণ নিয়ে চলছে সন্ত্রাস, এমনটাই অভিযোগ করছে বিরোধী দল গুলো। এমনকি রায়গঞ্জে সিপিএম এর সাংসদ মোহম্মদ সেলিম (mohammad salim) এর উপরেও আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ১১ টা পর্যন্ত উত্তর প্রদেশের ৮ টি আসনে ২৪.১৩ শতাংশ। মণিপুরের ১ টি আসনে ৩২.১৮ শতাংশ। ছত্তিসগড়ের ৩ টি আসনে ২৬.২ শতাংশ। বিহারের ৫ টি আসনে ১৮.৯৭ শতাংশ। অসমের ৫ টি আসনে ২৬.৩৯ শতাংশ। তামিলনাড়ুর ৩৮ টি আসনে ৩০.৬২ শতাংশ। জম্মু কাশ্মীরের ২ টি আসনে ১৭.৮ শতাংশ। আর পশ্চিমবঙ্গের ৩ টি আসনে ভোট পড়েছে ৩৩. ৪৫ শতাংশ।
এরই মধ্যে উত্তরপ্রদেশের আমরোহার (amroha) বিজেপি প্রার্থী বড়সড় অভিযোগ এনেছেন। উত্তর প্রদেশের আমরোহার বিজেপি প্রার্থী কুওর সিং তানওয়ার ( Kanwar Singh Tanwar ) অভিযোগ করে বলেছেন যে, বোরখা পড়ে যেসব মহিলারা ভোট দিতে আসছেন, তাঁদের চেকিং হচ্ছেনা। আমি শুনেছি পুরুষেরা বোরখা পড়ে মহিলা সেজে এসে ভোট দিয়ে যাচ্ছে।
Kanwar Singh Tanwar,BJP MP candidate from Amroha: Fake voting has happened. Women in burkhas are not being checked for their identity. I heard a man wearing burkha was also caught pic.twitter.com/Yzli3I7Y8P
— ANI UP (@ANINewsUP) April 18, 2019
এর আগে প্রথম দফা ভোটের সময় একই অভিযোগ করেছিলেন উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে বিজেপি প্রার্থী। তিনিও বলেছিলেন সকার থেকে ছাপ্পা ভোট হচ্ছে। পুরুষেরা বোরখা পড়ে এসে ভোট দিয়ে যাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2vcs9d8
Bengali News