স্বরাষ্ট্র মন্ত্রক আরেকজন বাংলাদেশি শিল্পীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। বাংলাদেশি শিল্পী গাজী আবদুল নূর (ghazi abdul noor) দমদমে তৃণমূলের নির্বাচনী প্রচারে তৃণমূলের নেতা মদন গোপাল মিত্র (Madan Mitra) এর সাথে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রক নূর এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।
নূরের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছিল। ভিসার নিয়মের লঙ্ঘনের জন্য ওনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
এর আগেও রাজ্যে এক বাংলাদেশি শিল্পীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করার অভিযোগ ওঠে। বাংলাদেশি শিল্পী ফেরদৌস আহমেদ (Ferdous Ahmed) এর ভিসা বাতিল করে তাঁকে ব্ল্যাক লিস্টে ফেলে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।
MHA Sources: One more Bangladeshi actor, Ghazi Abdul Noor , who attended a political rally in Dumdum, West Bengal has been asked to leave India. In any case his visa had expired. Appropriate action is also being taken regarding his overstay in contravention of visa validity.
— ANI (@ANI) April 18, 2019
বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌস রবিবার তৃণমূলের হয়ে প্রচার করার জন্য রায়গঞ্জে একটি রোড শো তে অংশ নিয়েছিলেন। তারপর বাংলাদেশি শিল্পী নূরও তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে দমদমে প্রচার করেছিলেন।
নির্বাচনী প্রচারে বিদেশী শিল্পীদের অংশ নেওয়ার পর আপত্তি দেখিয়েছিল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘ একটা রাজনৈতিক দল কিভাবে অন্য দেশের নাগরিকদের তাঁদের নির্বাচনী প্রচারে ডাকতে পারে? এর আগে এরকম ঘটনা কোথাও ঘটেনি। মনে হচ্ছে তৃণমূলকে দেশের কোন অভিনেতা/নেত্রীরা পাত্তা দিচ্ছে না। এরপর মমতা ব্যানার্জী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে TMC এর হয়ে প্রচারের জন্য ডাকবেন। ভারতীয় গণতন্ত্রের মহোৎসবে আমরা বাংলাদেশি শিল্পীদের অংশ নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IrI6oA
Bengali News