আসন্ন লোকসভা নির্বাচনের জন্য নরেন্দ্র মোদীর সমর্থনে জনতার একটি প্রচারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। ওই ভাইরাল ভিডিও, যেটি ম্যাঞ্চেস্টারের রাস্তায় শ্যুট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে প্রবাসী ভারতীয়রা নমো এগেইন এর টি-শার্ট পড়ে, হাতে বিজেপির পতাকা নিয়ে নাচছে।
স্বাধীনতা দিবসের দিন মুক্তিপ্রাপ্ত নন-স্টপ ইন্ডিয়া থিমযুক্ত শঙ্কর মহাদেবন এর ‘Breathless’ গানটিতে নরেন্দ্র মোদী ভক্তরা বিদেশের মাটিতে নৃত্য প্রদর্শন করেন। তাঁরা নৃত্য পরিবেষণের মধ্যে দিয়ে মোদী সরকারের দৃষ্টান্তমূলক কাজ গুলোকে তুলে ধরার চেষ্টা করে।
ভিডিও টি একবার অনলাইনে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে একজন ব্যাক্তিকে মোদী ড্রেস পড়ে ওই দলের সাথে নৃত্য করতে দেখা যায়। মোদী ঝড় যে শুধু দেশেই না, বিদেশেও আছড়ে পড়েছে সেটা এই ভিডিও দেখলেই বোঝা যায়।
Indian diaspora @manarndale #Manchester Flashmob dance to support Modi ji for 2019 organised by #OFBJP #UK4Modi2019 @UK4Modi2019 @astitvam #ModiOnceMore @ShobhaBJP pic.twitter.com/13d0kG6guV
— UK4Modi2019 (@UK4Modi2019) April 7, 2019
যদিও এটা প্রথম না, এর আগেও বিদেশের মাটিতে নরেন্দ্র মোদীর সমর্থনে প্রবাসীরা প্রচার করেছে। লন্ডন, আমেরিকা এমন কি কুয়েতেও নরেন্দ্র মোদীর সমর্থনে মানুষ রাস্তায় নেমে প্রচার করেছেন। তাঁরা বিদেশে বসে থাকলেও মনে প্রাণে চায় ভারতের উন্নতির জন্য নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসুক।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GcOMEC
Bengali News