-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী ক্ষমতায় ফিরে এলে দেশে মহামারি অবস্থা তৈরি হবে, এর একমাত্র দায়ী হবেন রাহুল গান্ধী:কেজরিওয়াল।

- April 25, 2019

আম আদমি পার্টির প্রমুখ এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবার নিজের রাজনৈতিক স্থিতিতে ফিরে এসেছেন। বিগত কিছুদিন কেজরিওয়াল বাড়ি থেকে বের হননি এবং পার্টি অফিসেও যাননি। খবর আসছিল যে, উনার পার্টির বিধায়করা উনাকে মারধর করেছিলেন। অরবিন্দ কেজরিওয়াল পার্টির ফান্ডের জন্য সকল বিধায়কের থেকে কোটি কোটি টাকার চাঁদা চেয়েছিলেন। এই থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছিল। এর উপর বিধায়করা কেজরিওয়ালের বাড়িতেই উনাকে মারধর করেন। দিল্লীর MLA কপিল মিশ্র সূত্রে এখবর এসেছিল।

যাইহোক এখন পুনরায় কেজরিওয়াল রাজনীতিতে সক্রিয় হয়েছেন। কেজরিওয়াল রাজনীতিতে সক্রিয় হয়েই কংগ্রেসকে আক্রমণ করেছেন। কেজরিওয়াল বলেছেন, পুনরায় যদি মোদী-অমিত শাহ ক্ষমতায় আসে তাহলে এর জন্য দায়ী হবে একমাত্র রাহুল গান্ধী। কেজরিওয়াল বলেন মোদী পুনরায় ক্ষমতায় এলে দেশে মহামারি সৃষ্টি হবে। এর জন্য একমাত্র দায়ী হবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

কেজরিওয়াল বলেছেন, আমি দিল্লীতে বিজেপিকে কড়া টক্কর দেব কিন্তু বাকি স্থানগুলোতে কংগ্রেস জোট না করায় মোদী পুনরায় ক্ষমতায় আসতে পারে। জানিয়ে দি, কেজরিওয়াল বেশকিছু সময় ধরে কংগ্রেসের সাথে জোট করার চেষ্টা করছে। যদিও কংগ্রেস আম আদমি পার্টির সাথে জোট করতে রাজি নয়। এক বছর আগে কেজরিওয়াল তার নিজের ছেলের দিব্যি করে বলেছিলেন যে তিনি কংগ্রেস পার্টির সাথে জোট করবেন না।

কিন্তু বিজেপির বৃদ্ধি পাওয়া শক্তি দেখে কেজরিওয়াল জোট করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু রাহুল গান্ধী কেজরিওয়ালের সাথে জোট করতে অস্বীকার করেন। এখন পরিস্থিতি এই যে, কেজরিওয়াল শেষ মুহূর্ত পর্যন্ত জোট করার প্রয়াস করে চলেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L2RfpA
Bengali News
 

Start typing and press Enter to search