এক হাজার কিমি পর্যন্ত মারক ক্ষমতা সম্পন্ন সাবসনিক ক্রুজ ( Subsonic cruise ) মিসাইল নির্ভয় ( nirbhay missile ) এর সফল পরীক্ষণ করলো ভারত। উড়িষ্যায় উপকুলে এই মিসাইলের সফল পরীক্ষণ আজ স্পম্পুরন করা হয়েছে। নির্ভয় (nirbhay) একটি টু স্টেজ মিসাইল। এই মিসাইল ভহয় মিটার লম্বা আর ০.৫২ মিটার চওড়া। এর উইং স্পেস ২.৭ মিটার লম্বা।
ডিআরডিও DRDO এর এ্যারোনটিক্যাল প্রতিষ্ঠান দ্বারা বিকশিত, নির্ভয় অটোপাইলট আর নেভিগেশন সিস্টেমের ব্যাবহার করে।
এর আগে ১২ই মার্চ ২০১৩ সালে নির্ভয় এর প্রথম পরীক্ষণ কিছু টেকনিক্যালি সমস্যা আর সুরক্ষার কারণে স্থগিত করে দেওয়া হয়। তারপর ১৭ই অক্টোবর ২০১৪ সালে এই মিসাইলের দ্বিতীয় পরীক্ষণ সফল হয়। ১৬ই অক্টোবর ২০১৫ এর পরীক্ষণে নির্ভয় মিসাইল ১২৮ কিমি পর্যন্ত যাওয়ার পর নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়।
২১ ডিসেম্বর ২০১৬ সালে নির্ভয় এর পরীক্ষণ এর ৭০০ সেকেন্ড পর এটিকে নিরস্ত্র করা হয়, কারণ মিসাইল তাঁর নির্ধারিত রাস্তা থেকে অন্য যায়গায় চলে যাচ্ছিল। ২০১৭ সালে এই স্বদেশী মিসাইলের পঞ্চম পরীক্ষণ সফল ভাবে সম্পন্ন করা হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2XaQ9JD
Bengali News