লোকসভা নির্বাচন ২০১৯ এর তৃতীয় দফার ভোট গ্রহণের একদিন আগে সোমবার সন্ধ্যে বেলায় বিজেপি দিল্লির দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলো। পূর্ব দিল্লি থেকে ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর আর নয়া দিল্লি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মীনাক্ষী লেখিকে টিকিট দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বিজেপি চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল। দিল্লির চাঁদনি চৌক থেকে ডঃ হর্ষবর্ধন, নর্থ ইস্ট দিল্লি থেকে মনোজ তিওয়ারি, ওয়েস্ট দিল্ল থেকে প্রবেশ বর্মা আর সাউথ দিল্লি থেকে রমেশ বিধুড়ির নাম ঘোষণা করেছিল বিজেপি।
উল্লেখনীয়, সোমবার কংগ্রেস দিল্লির সাতটি আসনের মধ্যে ছয়টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। অনেক টালবাহানার পরেও দিল্লীতে কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে জোট করা সম্ভব হয়নি। যেখানে দুটো দলই এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি ছিল, সেখানে জোটের আগেই সিট বণ্টন নিয়ে সহমতি না হওয়াতে ভেস্তে যায় জোট। এখন দিল্লীতে সবাই একা একাই লড়তে চলেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2W1f1Dp
Bengali News