শ্রীলঙ্কার আতঙ্কবাদ হামলাকে কেন্দ্র করে পুরো বিশ্বে উথালপাতাল শুরু হয়েছে। পর পর বেশ কয়েকটি ব্লাস্টকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় প্রায় ২০০ জনের মৃত্য হয়েছে এবং ১০০০ জন আহত অবস্থায় রয়েছে। ইসলামিক আতঙ্কবাদীরা এই হামলা করিয়েছে। খ্রিষ্টানদের টার্গেট করে এই হামলা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জাহারান হাশমি এবং আবু মহম্মদ নামক দুই আতঙ্কবাদীর নাম সামনে এসেছে। জাহারান হাশমি নামক আতঙ্কবাদী হামলা করার আগে একটা ভিডিও রিলিজ করেছে। ভিডিওতে সে স্পষ্ট বলেছে, হিন্দু , বৌদ্ধ,খ্রিস্টান হলো কাফের।
যাইহোক শ্রীলঙ্কার এট্যাককে কেন্দ্র করে ভারতের বামপন্থী ও কংগ্রেসিরা তাদের এজেন্ডা শুরু করে দিয়েছেন। প্রথমত বামপন্থী নেত্রী কবিতা কৃষ্ণান এই ঘটনার জন্য বৌদ্ধদের দায়ী করেছেন। আর এখন কংগ্রেস সমর্থকরাও মাঠে নেমে গেছে এবং এক ধাপ এগিয়ে হিন্দুদের দোষারোপ করতে শুরু করেছে। হিন্দুদের আতঙ্কবাদী বলা কংগ্রেস এখন শ্রীলঙ্কার ঘটনাকে কেন্দ্র করে নতুন এজেন্ডা শুরু করেছে।
কট্টর কংগ্রেস সমর্থক অশোক স্বইন টুইট করে বলেছেন এই ঘটনার পেছনে হিন্দুআতঙ্কবাদের হাত রয়েছে। হিন্দু-তামিল জঙ্গি সংগঠন নাকি এই হামলা করিয়েছে বলে অশোক স্বইন দাবি করেছেন। চলচ্চিত্র নির্মাতা মহম্মদ অফিস খানও এই ঘটনার জন্য হিন্দুদের দায়ী করেছেন। আসিফ খান বলেছেন, মক্কা মসজিদ ব্লাস্ট আর এটা একই ধরনের ঘটনা। হিন্দু আতঙ্কবাদীরা এই ঘটনার পেছনে রয়েছে।
Terror attack has killed at least 20 & 160 injured in 6 blasts at Sri Lankan hotels & churches on Easter Sunday. No one has claimed the attack, but Churches have been in the past targetted by LTTE, a Hindu-Tamil terror outfit fighting against Buddhist-Singhalese majoritarianism.
— Ashok Swain (@ashoswai) April 21, 2019
অশোক স্বইন এবং মহম্মদ অফিস খান দুজনেই হিন্দু বিরোধী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। অশোক স্বইন সরাসরি কংগ্রেস পার্টিকে সমর্থন জানিয়ে তার এজেন্ডা চালায় এবং হিন্দুত্বের বিরুদ্ধে বিষ উজাড় করে। তবে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ঘটনার পেছনে ইসলামিক আতঙ্কবাদী সংগঠনের হাত রয়েছে কিন্তু যার মধ্যে ২ জনের নাম সামনেও এসেছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VfnyFF
Bengali News