শ্রীলঙ্কায় ইসলামিক আতঙ্কবাদী হামলা হতে না হতেই ভারতের সেকুলার ও বামপন্থীরা মাঠে নেমে পড়েছে তাদের এজেন্ডা চালাতে। ‘ইসলামিক আতঙ্কবাদ’- এই ধারণা যাতে মানুষ বুঝে উঠতে না পারে তার জন্য নির্দোষ সমাজকে দোষারোপ করার কাজে নেমেছে বামপন্থী ও তথাকথিত সেকুলার সমাজ। মুম্বাই হামলার দায় যেভাবে হিন্দুদের উপর চাপিয়ে ইসলামিক আতঙ্কবাদকে বাঁচানোর চেষ্টা হয়েছিল, সেই একইভাবে শ্রীলঙ্কার হামলা নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে।
ভারতের বামপন্থী ও তথাকথিত ধর্মনিরপেক্ষবাদীরা এবার বৌদ্ধদের উপর আতঙ্কবাদী হামলার দোষ চাপাতে শুরু করেছে। কবিতা কৃষ্ণান নামক এক ভারতীয় বামপন্থী আতঙ্কবাদী হামলার দায় বৌদ্ধদের উপর চাপিয়েছে। জানিয়ে দি, শ্রীলঙ্কায় ইসলামিক জিহাদিদের দ্বারা যে হামলা হয়েছে সেটা খ্রিষ্টানদের উপর টার্গেট করে করা হয়েছে।
শ্রীলঙ্কার আতঙ্কবাদী হামলায় ২ জন আতঙ্কবাদীর নাম সামনে এসেছে। তাদের নাম জাহারান হাশমি এবং আবু মহম্মদ। কিন্তু বামপন্থী কবিতা কৃষ্ণান এই আতঙ্কবাদী হামলার দায় বৌদ্ধদের উপর চাপিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কায় বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, সেইমত বামপন্থী নীতি মেনে কবিতা কৃষ্ণান ঘটনার দায় বৌদ্ধদের উপর চাপিয়ে দিয়েছেন। কবিতা কৃষ্ণান বোঝাতে চেয়েছনে যে হামলা ইসলামিক সংগঠন নয়, শান্তিপ্রিয় বৌদ্ধরায় করিয়েছে।
Terror attack on church at #Easter in Sri Lanka.
Yes – Majoritarian terror against religious minorities. Just like the terror attack in Christchurch. Just like the Malegaon, Mecca Masjid blasts done by Pragya & Co. https://t.co/3pfqXPLjVb— Kavita Krishnan (@kavita_krishnan) April 21, 2019
বামপন্থী নেত্রী কবিতা কৃষ্ণান বলেছেন, ভারতে যেমন হিন্দুরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে ঠিক সেভাবেই শ্রীলঙ্কায় বৌদ্ধরা খ্রিস্টানদের উপর আক্রমণ করেছে। কবিতা কৃষ্ণান বলেছেন, মালেগাঁও ও মক্কা মদিনাতে যেভাবে হিন্দুরা আক্রমন করেছিল ঠিক সেভাবেই শ্রীলঙ্কার মধ্যে বৌদ্ধরা খ্রিষ্টানদের উপর হামলা করিয়েছে।যদিও আতঙ্কবাদীদের নাম জাহারান হাশমি এবং আবু মহম্মদ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ULW6Qx
Bengali News