সুপ্রিম কোর্ট থেকে একটা বড় খবর সামনে আসছে। খবর অনুযায়ী, রাহুল গান্ধী হলফনামা দিয়ে ক্ষমা চেয়েছেন। রাহুল গান্ধী রাফেল ও নরেন্দ্র মোদী কেন্দ্রিক ইস্যুতে ক্ষমা চেয়েছেন। আসলে আমেঠিতে রাহুল গান্ধী অযৌক্তিক কথা বার বার প্রচার করছিলেন। প্রমান ছাড়া ভিত্তিহীন ইস্যু রাহুল গান্ধী এমনিতে বহুবার করে থাকেন। কিন্তু কথায় আছে, অতি কোনো জিনিস ভালো নয়। সেই মতো অতি চালাক সাজতে গিয়ে রাহুল গান্ধীকে আজ ক্ষমা চাইতে হয়েছে।
রাহুল গান্ধী আমেঠিতে বলেছিলেন, নরেন্দ্র মোদী রাফেল নিয়ে চুরি করেছে, চৌকিদার চোর। এখন এই বিষয়ে রাহুল গান্ধী বড়ো সমস্যায় পড়েছেন। মামলা সুপ্রিম কোর্টে পৌঁছালে উনি হচকচিয়ে উঠেছেন। এখন রাহুল গান্ধী আদালতে ক্ষমা ছেয়েছেন। প্রধানমন্ত্রী মোদীকে চোর বলা ইস্যুতে রাহুল গান্ধী ক্ষমা চেয়েছেন।
খবর অনুযায়ী, মীনাক্ষসী লেখি রাহুল গান্ধীর বিরুদ্ধে কেস দায়ের করেছিলেন। এই ইস্যুতে রাহুল গান্ধী বলেছেন, আমি জোশের হুঁশে চৌকিদার চোর বলেছিলাম। রাহুল গান্ধী বলেন,আমি আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি। রাফেল নিয়ে আদালতে প্রমান হয়ে গেছে যে সেখানে কোনো দুর্নীতি হয়নি। তা সত্ত্বেও রাহুল গান্ধী মিথ্যা অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রীকে চোর বলেন। যার জন্য বিজেপির তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল। সেই ইস্যুতে রাহুল গান্ধী ক্ষমা চেয়ে নিয়েছেন
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GpgEnR
Bengali News