দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা বাগেন্দর মহল্লায় জঙ্গি আর সেনার মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়। দুই তরফ থেকেই চরম ফায়ারিং হচ্ছিল। অবশেষে সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি। এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদ্দিন এর সাথে যুক্ত ছিল।
Jammu & Kashmir: An exchange of fire is underway between terrorists and security forces in Bagender Mohalla of Bijbehara in South Kashmir's Anantnag district. More details awaited. pic.twitter.com/dj1AQqFURe
— ANI (@ANI) April 24, 2019
রিপোর্টে বলা হয়েছে যে, সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেলস আর এসওজি মিলে অনন্তনাগের বিজবেহরা এলাকায় সংযুক্ত অভিযান চালায়। গোপন সুত্রে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে আগেই খবর পেয়েছিল সেনা। এলাকায় সেনা যাওয়ার পর জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে বন্দি হওয়া দেখে, সেনার উপর গুলি চালায়। জঙ্গিদের গুলির জবাবে সেনা পালটা হামলা করে। সেনার চালানো গুলিতে খতম হয় দুই হিজবুল জঙ্গি।
সূত্র অনুযায়ী এবছরের প্রথম থেকেই কাশ্মীরে সেনা অপারেশন অলআউট অভিযান চালিয়ে আনুমানিক ৭০ জঙ্গিকে খতম করেছে। খতম হওয়া জঙ্গিদের মধ্যে জইশ এ মোহম্মদ এর জঙ্গিই বেশি ছিল বলে জানা যায়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2KYG4yg
Bengali News