আগামী ২৯ মার্চ দেশে চতুর্থ দফার নির্বাচন হতে চলেছে। আর সেই দিন অনুব্রত মণ্ডলের দুর্গ বীরভূমের দুটি লোকসভা আসনে ভোট হবে। গত পঞ্চায়েত ভোটে বারবার সন্ত্রাসের অভিযোগ এসেছিল বীরভূম জেলা থেকে। এমনকি বিজেপির নেতা কালোসোনা মণ্ডলকে পিছন থেকে ছুড়ি মেরে খুন করার চেষ্টাও চালিয়েছিল তৃণমূলের গুণ্ডারা। সেদিন সমস্ত ঘটনা রেকর্ড হয়েছিল বিভিন্ন মিডিয়ার ক্যামেরায়।
তাছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের কারণে খুন হয়েছিলেন অনেক বিরোধী দলের কর্মীরা। ভোটাররা যাতে ভোট না দিতে পারে, সেই জন্য রাস্তার মোড়ে মোড়ে বন্দুক আর বোম হাতে দাঁড়িয়েছিল অনুব্রতর অনুগতরা।
এবার অনুব্রতকে শিক্ষা দেওয়ার জন্য চরম ব্যাবস্থা নিলো নির্বাচন কমিশন। একেবারে মশারি টানিয়ে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনীর কথা ঘোষণা করলো কমিশনের বিশেষ পর্যবেক্ষক। জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কমিশন। আরেকদিকে অনুব্রত মণ্ডল তৃণমূল কর্মীদের নিদান দিয়েছেন যে, কেন্দ্রীয় বাহিনী ভোটে প্রভাব ফেলতে আসলে তাঁদের যেন গ্রেফতার করিয়ে দেওয়া হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UXusjB
Bengali News