পাঁচ বছর পর আজ ফের কাশিতে শক্তি প্রদর্শন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই পাঁচ বছরে সাংসদ থাকাকালীন উনি অনেকবারই নিজের সাংসদিয় এলাকা বারাণসীতে গেছেন উনি, কিন্তু এইবার তিনি যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। নরেন্দ্র মোদী প্রায় ২৪ ঘণ্টার জন্য বারাণসীতে থাকবেন, আর দুই দিন ধরে চলবে ওনার অনুষ্ঠান। তিনি ২৫ এপ্রিল বারাণসী যাবেন আর ২৬ এপ্রিল সেখানে মনোনয়ন দাখিল করবেন। বারাণসী আসনে ১৯মে ভোট গ্রহণ হবে।
২৫ এপ্রিল দুপুর দুটো নাগাদ বেনারস হিন্দু ইউনিভার্সিটির হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুর তিনটে নাগাদ ভারত রত্ন মদনমোহন মালব্য এর মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু করবেন তিনি। রোড শো লঙ্কা, আসসি ঘাট, সোনারপুরা, মদনপুরা, গোদৌলিয়া হয়ে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত যাবে।
সন্ধ্যে সাতটা নাগাদ দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি। রাত আটটায় ‘সম্মিলন” অনুষ্ঠানের মাধ্যমে কাশিতে তিন হাজার অতিথিকে সম্বোধিত করবেন তিনি।
২৬ এপ্রিল সকাল ৯টা নাগাদ কার্যকরতা বৈঠকে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি আর তাঁর উপরের কর্মীদের সম্বোধিত করবেন তিনি। সকাল ১১ টা নাগাদ কালভৈরব মন্দিরে দর্শন এবং পুজা করবেন। সকাল ১১ঃ১৫ নাগাদ মনোনয়ন এর জন্য কচহরির দিকে প্রস্থান করবেন। সকাল ১১ঃ৩০ নাগাদ কচহরিতে মনোনয়ন দাখিল করবেন তিনি। দুপুর ১২ঃ৩০ এ হোটেল তাজ গঙ্গেতে সংবাদ মাধ্যমের সন্মুখিন হবেন তিনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IV3ja0