কংগ্রেস নেতা এবং দেশের দামি উকিলদের মধ্যে থাকা অভিষেক মনু সিঙ্ঘভী পবিত্র হিন্দু ধর্মগ্ৰন্থের অপমান করেছেন। যার পর দেশের সচেতন হিন্দুরা এর চরম বিরোধ করে। কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙ্ঘভী ভীমরাও আম্বেদকরের বিষয়ে নিজের কথা রাখছিলেন। এই নিয়ে চর্চা করতে করতে কংগ্রেস নেতা ভাগবত গীতার অপমান করেন। উনি গীতার উপর মিথ্যা প্রচার করেন। মানুষজন উনার কড়া বিরোধ করেন তা সত্ত্বেও উনি ক্ষমা চাননি বা নিজের কথা ফেরত নেননি।
Congress leader Abhishek Manu Singhvi Insults Hindu text Bhagwad Gita
আম্বেদকর জয়ন্তী হিসেবে কংগ্রেস নেতা অভিষেক মানু নিজের কথা রাখছিলেন। ভীমরাও আম্বেদকরের প্রশংসা করতে করতে উনি গীতার অপমান করেন। কংগ্রেস নেতা বলেন,” কোরান বলে মুসলিম হও, বাইবেল বলে খ্রিষ্টান হও, গীতা বলে হিন্দু হও কিন্তু আম্বেদকরের সংবিধান বলে মানুষ হও।”
জানিয়ে দি, গীতা কখনো কাউকে হিন্দু হতে বলে না। গীতা একমাত্র গ্ৰন্থ যা মানুষ্য হতে শেখায়। মনু সিঙ্ঘভী গীতাকে বাইবেল ও কোরানের মতো সমজাতীয় বলে দেন। গীতা কখনোই কাউকে হিন্দু হতে বলে না। সচেতন হিন্দুরা কংগ্রেস নেতার বিরোধ করা সত্ত্বেও উনি নিজের কথা ফিরিয়ে নেননি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ge01LP
Bengali News