বালাকোটে কেন এয়ার স্ট্রাইক করা হয়েছে এই ইস্যুতে প্রশ্ন তুললেন কংগ্রেসের বড়ো নেতা এবং দেশের পূর্ব উপরাষ্ট্রপতি হামিদ আনশারি। এক টিভি চ্যানেলের সাথে বার্তার সময় হামিদ আনসারী এমন বিতর্কিত প্রশ্ন তুলেছেন। জানিয়ে দি, হামিদ আনসারী বহুবার তার বিতর্কিত মন্তব্যের জন্য মিডিয়ার হেডলাইনের শীর্ষে উঠে আসেন। এখন উনি আরো একবার বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন। হামিদ আনসারী বলেছেন, এয়ার স্ট্রাইকের উপর প্রশ্ন তোলা সাধারণ মানুষের অধিকার।
হামিদ আনসারী বলেছেন, বালাকোটে এয়ার স্ট্রাইক করে কি লাভ হয়েছে সেটা দেশকে জানাতে হবে। উনি বলেন সাধারণ মানুষের এটা জানার অধিকার আছে যে কেন বালাকোটে স্ট্রাইক করা হলো। স্মরণ করিয়ে দি, ভারত অসহিষ্ণু ইস্যুতেও উনি বিতর্ক উস্কে দিয়েছিলেন। এছাড়াও আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে মহম্মদ আলী জিন্নার ছবি রাখার সমর্থন করেও বিতর্কে এসেছিলেন। আর এখন বালাকোট স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক খাঁড়া করেছেন দেশের পূর্ব উপরাষ্ট্রপতি হামিদ আনসারী।
সঞ্চালক হামিদ আনসারীকে পাকিস্থানের f-16 বিমানের উপর প্রতিক্রিয়া দিতে বলেন। উত্তরে হামিদ আনশারি পরোক্ষভাবে পাকিস্থানের সমর্থনে কথা বলেন। হামিদ আনসারী বলেন, যদি ভারত পাকিস্থানের f-16 ভেঙে থাকে তাহলে ভারতকে প্রমান দেখাতে হবে। আনশারি বলেন, যদি আমি বলি সিংহ শিকার করেছি তাহলে প্রমাণ হিসেবে আমাকে সিংহকে দেখতে হবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2XC39s7
Bengali News