কথা মতই কাজ করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এর আগেই উনি বলেছিলেন, রাম নবমীতে এবার তিনি গদা নিয়ে মিছিল করবেন। আর সেটা করেও দেখালেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুরে সকাল সকাল বিজেপির কর্মীদের নিয়ে গদা হাতে এক বিশাল মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
মিছিল শেষে তিনি বলেন, ‘রাজ্যের বিভিন্ন এলাকায় আজ হাজার হাজার রাম ভক্তেরা রাম নবমীর শোভাযাত্রা বের করেছে। এটা দেখে স্পষ্ট বলা যায় যে, এরাজ্যে হিন্দুরা জেগে উঠেছে। তাঁরা সঙ্ঘবদ্ধ হচ্ছে তোষণকারী সরকারের বিরুদ্ধে।
জয় শ্রী রাম।। pic.twitter.com/k4oJAUj8Gt
— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 13, 2019
তিনি কোন দলের নাম না করে বলেন, এখন বিজেপির দেখাদেখি সব রাজনৈতিক দলগুলো বড় আর সাচ্চা হিন্দু হতে চাইছে। আর এটাই আমাদের নৈতিক জয়। প্রসঙ্গত, রাম নবমীর মিছিলের সাথে সাথে উনি ওনার কেন্দ্রে ভোট প্রচারও সারেন। উনি নিজের কেন্দ্রে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। উনি বলেন, এরাজ্যের মানুষ তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি আর চাইছে না। এই রাজ্যের মানুষ চাইছে শান্তিতে থাকতে। আর তাঁর জন্য বিজেপিই একমাত্র বিকল্প।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ZcWZjw
Bengali News