মহারাষ্ট্রের পুনেতে একটি মন্দিরে কীর্তন চলাকালীন এক সারমেয়র সূর ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে, আর সেই সূর দেওয়া ভিডিওর জন্য ওই সারমেয় প্রচুর মানুষের মন জিতে নিয়েছে। মাত্র ১ঃ০৫ মিনিটের এই ভিডিও টুইটারে আপলোড হতেই আগুনের মত ছড়িয়ে পরে চারিদিকে।
টুইটার ইউজার সুষমা ডেট এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘ এই ভক্ত সারমেয় আমার বন্ধুর কারখানার। এই সারমেয় প্রতি বৃহস্পতিবার মন্দিরে এসে কীর্তনে যোগ দেয়। আর তারপর সে প্রসাদ খেয়ে সেখান থেকে চলে যায়। এটা প্রতি বৃহস্পতিবারই হয়।”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2v2pgeO
Bengali News