লোকসভা নির্বাচনে আরও একবার জিন্নাহর প্রসঙ্গ উঠে এলো। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যুক্ত হওয়া শত্রুঘ্ন সিনহা (shatrughan sinha) বলেন, ‘দেশের স্বাধীনতা আর উন্নয়নে মোহম্মদ আলী জিন্নাহ (muhammad ali jinnah) এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।” কংগ্রেসের প্রশংসা করে সিনহা বনে, ‘সরদার প্যাটেল থেকে নেহেরু পর্যন্ত, মহত্মা গান্ধী থেকে জিনহা পর্যন্ত, ইন্দিরা থেকে রাহুল পর্যন্ত, ভারতের স্বাধীনতা আর উন্নয়নে এদের সবার ভূমিকা গুরুত্বপূর্ণ।”
সিনহা আরও বলেন, ‘এই জন্য আমি কংগ্রেসে যোগদান করেছি।” পিএম মোদীর নাম না নিয়ে সিনহা বলেন, ব্যাক্তির থেকে বড় দল হয়, আর দলের থেকে বড় দেশ। সিনহা নোটবন্দি আর জিএসটি নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেন। উনি বলেন, যখনই নোটবন্দির পর দেশে জিএসটি লাগু করা হল, তখনই একবারে নিম পাতার উপর করলা ছড়িয়ে দেওয়ার মত ঘটনা ঘটে গেলো।
আপনাদের জানিয়ে রাখি, ছিন্দওয়ারা আসন থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথ কে প্রার্থী করা হয়েছে। ওই মঞ্চে শত্রুঘ্ন সিনহার সাথে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথও উপস্থিত ছিলেন। কমলনাথ মঞ্চে উঠে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপর জোরালো আক্রমণ করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Dzx9NK
Bengali News