
আমিত শাহ (Amit Shah) দাবি করে বলেন, ‘আমি ২৬১ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার সেরেছি, পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সবাইকে মোদী-মোদী স্লোগান দিতে শুনেছি। এটা পরিস্কার যে, গোটা দেশই নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর সংকল্প নিয়ে নিয়েছে।”
Shri @AmitShah addresses public meeting in Mayurbhanj, Odisha. #ModiAaneWalaHai https://t.co/2B4NcYT91K
— BJP (@BJP4India) April 27, 2019
উড়িষ্যার নবীন পট্টনায়কেরের (Naveen Patnaik) সরকারকে আক্রমণ করে অমিত শাহ (Amit Shah) বলেন, ‘বিজেডি (BJD) সরকার চিটফান্ড দুর্নীতির মাধ্যমে গরীবের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। যদি উড়িষ্যায় বিজেপি সরকার আসে, তাহলে চিটফান্ড মামলায় অভিযুক্তদের ৯০ দিনের মধ্যেই জেলে ঢোকানো হবে।”
LIVE: Shri @AmitShah is addressing a public meeting in Palamu, Jharkhand. #ModiAaneWalaHai https://t.co/o5xAl1PGQn
— BJP (@BJP4India) April 27, 2019
অমিত শাহ বলেন, বিজেপির অসামান্য জনপ্রিয়তা বিজেডি (BJD) এবং নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। উড়িষ্যার জনতাকে দ্রুত গতিতে উন্নয়ন পাওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকারের জন্য ভোট দিতে হবে।
প্রাক্তন ইউপিএ সরকারের উপর আক্রমণ করে অমিত শাহ বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যার্থ ছিল প্রাক্তন ইউপিএ সরকার। আপনাদের জানিয়ে রাখি, উড়িষ্যায় লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসাথে হচ্ছে। আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটের জন্য সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZBtzfv
Bengali News