একদিকে নির্বাচন চলছে তো অন্যদিকে রাজনৈতিক পার্টিগুলির প্রচার। কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সহ সমস্থ রাজনৈতিক দলগুলি দেশজুড়ে প্রচারে নেমে পড়েছে। এদিন মুম্বাইতে এমনি একটা নির্বাচনী সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই সভাতে সাধারণ মানুষের সাথে সাথে উপস্থিত ছিলেন বেশকিছু VVIP লোকজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই সভাতে উপস্থিত ছিলেন ভারতের সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। নরেন্দ্র মোদী এই সময় যেখানেই সভা করেন সেখানেই ‘ম্যায় ভি চৌকিদার’ ক্যাম্পইনের প্রমোট করেন।
এই কারণে প্রধানমন্ত্রী যেখানেই সভা করেন সেখানেই ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান দেন।সেটা পশ্চিমবঙ্গ হোক,বিহার হোক বা রাজস্থান হোক। প্রধানমন্ত্রী মোদী প্রত্যেকটি সভাতে ‘ম্যায় ভি চৌকিদার’ শ্লোগান প্রমোট করেন। মুম্বাইতে অনন্ত আম্বানি প্রধানমন্ত্রী মোদীর শ্লোগান শুনতে এসেছিলেন। সেখানে সাধারণ জনগণ প্রধানমন্ত্রী মোদীর সাথে সাথে ‘ম্যায় ভি চৌকিদার’ শ্লোগান দিচ্ছিল। একইসাথে অনন্ত আম্বানিও ওই শ্লোগান দেন।
অনন্ত আম্বানির ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনন্ত আম্বানি হাত উপরে তুলে প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন জানাচ্ছেন এবং শ্লোগান দিচ্ছেন। অনেক্ষন ধরে ‘ম্যায় ভি চৌকিদার’ শ্লোগান দেওয়ার পর অনন্ত আম্বানি ভারত মাতা কি জয় শ্লোগান দেন। এই বিষয়ে সাংবাদিকরা অনন্ত আম্বানিকে প্রশ্ন করলে উনি দারুনভাবে মিডিয়াকে জবাব দেন।
অনন্ত আম্বানি বলেন, আমি দেশের সাথে আছি তাই প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে এসেছি। জানিয়ে দি, মুকেশ আম্বানির ছেলে প্রধানমন্ত্রী মোদীর বড়ো ফ্যান। অনন্ত আম্বানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে রাজনৈতিক জগতেও এনিয়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি ও বিজেপি বিরোধী পার্টিদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2L7I47w
Bengali News