আজ মধ্যপ্রদেশের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের আইন সবার জন্য সমান, যদি কেউ অপরাধ করে, তাজলে তাঁর বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি পড়বেই। উনি আরও বলেন, দুর্নীতি ইস্যুতে না রাহুল গান্ধী, না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, কাউকেই ছাড়া হবেনা। মধ্যপ্রদেসের সিধি থেকে এই কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আয়কর বিভাগের হানার পর কংগ্রেসের নেতারা বলেন, আমরা তো নেতা! আমাদের এখানে কেন আয়করের হানা হচ্ছে?” প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আরে, দেশের আইন সবার জন্যই সমান। যদি মোদী দুর্নীতি, অপরাধ করে, তাহলে মোদীর ঘরেও আয়কর বিভাগের হানা হওয়া উচিৎ। সবার জন্য আইন সমান হওয়া দরকার।”
আপনাদের জানিয়ে রাখি, দিন কয়েক আগে দেশ জুড়ে অনেক নেতার ঘরেই আয়কর বিভাগের হানা পড়েছিল। তারপর বিরোধীরা অভিযোগ করে বলেছিল যে, ইচ্ছে করে মোদী সবার বাড়িতে হানা দেওয়া করাচ্ছে। এই অভিযোগের বিরুদ্ধে আজ জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দিল্লি থেকে ভোপাল পর্যন্ত কংগ্রেসের ভ্রষ্টাচারই শিষ্টাচার। আপনাদের চৌকিদার সজাগ আছে। নামদার হোক আর রাজদরবারি, কেউ বাঁচবে না।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2Dzw3Bw
Bengali News