জবলপুরে একটি জনসভাকে সম্বোধিত করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এখানকার মাটি থেকে অথা হাওয়া এখন বড় ঝড়ে পরিণত হয়েছে। দেশের জনতা প্রায় ৩০০ টি আসনে রায় দিয়ে দিয়েছে। আজকের পরিস্থিতি হল, ১১ই এপ্রিলের আগে যারা বলছিল কোন হাওয়া নেই, আজ তাঁরা সবাই মাথা নুইয়ে দিয়েছে।
Campaigned in Sidhi and Jabalpur in Madhya Pradesh.
Spoke about various national as well as local issues including work of the NDA in agriculture, irrigation and infrastructure creation. Also elaborated on the misdeeds of the Congress in MP, just months after assuming power. pic.twitter.com/sbiU9bFBw6
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 26, 2019
এর আগে মধ্যপ্রেদেশের আরেকটি জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস নির্বাচনে জেতার জন্য ঋণ মুকুবের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর, কংগ্রেস এখনো পর্যন্ত কৃষকদের ঋণ মুকুব করেনি। তাঁর সাথে উনি মুখ্যমন্ত্রী কমলনাথের উপরে নিশানা করে বলেন, ‘ নির্বাচনের আগে এনার শাসন কালে বস্তা থেকে টাকা উদ্ধার হচ্ছে! আর এটা থেকেই পরিস্কার যে, মধ্যপ্রদেশে দুর্নীতির সরকার চলছে।
#WATCH PM Modi in Jabalpur: In Madhya Pradesh, bags & boxes full of notes are being recovered from Congress leaders. Congress has done a Tughlaq Road election scam in just 6 months of coming to power. #MadhyaPradesh pic.twitter.com/KigkrvFHNq
— ANI (@ANI) April 26, 2019
মধ্যপ্রদেশে জনসভায় যোগ দেওয়ার আগে উনি বারাণসী আসন থেকে মনোনয়ন দাখিল করেন। উনি সকাল প্রায় ১১ঃ৩০ নাগাদ মনোনয়ন দাখিল করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে দ্বিতীয়বার বাবা বিশ্বনাথ এর শহর কাশী থেকে নির্বাচনে লড়ছেন।
মনোনয়ন দাখিল করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুথ স্তরীয় কর্মীদের সম্বোধিত করেন। আর সেখানে উনি সবাইকে ভোট দেওয়ার আবেদন জানান। উনি বলেন, ‘ বারাণসীর যুদ্ধ তো আমি কালই জিতে গেছিলাম, এবার পোলিং বুথ জেতা বাকি।”
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2UEz3Cd
Bengali News