ইমরান খানের একের পর এক মন্তব্যকে ঘিরে চাপে পুরো পাকিস্তান। জাপান ও জার্মানিকে প্রতিবেশী দেশ বলার পর এখন ইমরান খানের আরো একটা মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে এবারের মন্তব্য অত্যন্ত গম্ভীর এবং আন্তর্জাতিক মহলকে প্রভাবিত করার মতো। কারণ ইমরান খান এবার স্বীকার করে নিয়েছেন আতঙ্কবাদের জন্য দায়ী পাকিস্তান। পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরান যাত্রায় গিয়ে স্বীকার করেছেন যে, পাকিস্তান আতঙ্কবাদের জন্য দায়ী। যা নিয়ে পাকিস্থানের বিরোধী পক্ষের নেতা নেত্রী ও আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ইরানের রাষ্ট্রপতির সাথে ইমরান খানের বিশেষ কয়েকটি ইস্যুতে আলোচনা হয়েছে। এর মধ্যে আতঙ্কবাদের ইস্যুতেও আলোচনা হয়েছে। আতঙ্কবাদের ইস্যুতে আলোচনার সময় ইমরান খান একটা বিষয় স্বীকার করে নেন। ইমরান খান বলেন, পাকিস্তানের মাটি আতঙ্কবাদের জন্য ব্যাবহার করা হয়েছে। ইমরান খানের স্বীকারোক্তির ফলে পাকিস্থানের মাথা লজ্জায় নেমে গেছে।ইমরান খান বলেছেন, পাকিস্থানের মাটি অনেকবার আতঙ্কবাদের জন্য ব্যাবহার হয়েছে।
ন্যাশনাল এসেম্বলিতেও পাক প্রধানমন্ত্রীকে নিয়ে হাঙ্গামা হয়েছে। পাকিস্থানের সরকারের বিরোধী দলের দাবি, এটা এই প্রথম যে কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের রাষ্ট্রপতির সামনে নিজের দেশের নিন্দা করেছে। তবে এর আগে পাকিস্থানের পূর্ব রাষ্ট্রপতি পারভেজ মুসারফ স্বীকার করেছিলেন, ভারতে আতঙ্কবাদী ঘটনার পেছনে পাকিস্থানের হাত রয়েছে। তবে ইমরান খানের মন্তব্যকে কেন্দ্র করে এখন তোলপাড় শুরু হয়েছে। কারণ পাকিস্থানের মান সম্মান এমনিতেই ধুলোয় মিশে গেছে এর মধ্যে পাকিস্থানের প্রধানমন্ত্রীর বক্তব্য চর্চা আরো বাড়িয়ে দিয়েছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2IMeBOf
Bengali News