গত বারের লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তাবড় তাবড় নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এবছরেও সেরকম চিত্র দেখা গিয়েছে গোটা দেশ থেকে। কথায় আছে, নৌকা যখন ডুবতে থাকে, তখন নৌকায় থাকা যাত্রীরা একে একে নৌকা ছেড়ে চলে যায়। সেরকমই কিছু হচ্ছে কংগ্রেসের সাথে।
আর নেতাদের কথা বাদ দিলে, গতবছরের মত এবছরেও দেশের শিল্পী, অভিনেতা, প্রাক্তন জওয়ান সমেত বড়বড় কলাকুশলীরা বিজেপিতে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর, অভিনেতা সানি দেওল, গায়ক হংস রাজ হংস, কেশ শিল্পী জাবেদ হাবিব এবং অন্যান্যরা।
এবার সেই ক্রমে যুক্ত হল আরেকটি নাম। আজ বলিউড সিঙ্গার দালের মেহেন্দি (daler mehndi) বিজেপিতে যোগ দিলেন। তিনি উত্তর পশ্চিম দিল্লির বিজেপি প্রার্থী হংস রাজ হংস এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের হাত ধরে আজ বিজেপিতে যোগ দেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2ZAeuuv
Bengali News