পশ্চিমবঙ্গে লোকতন্ত্রের ব্যাপক দমন চলছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিকের নাম আরিজ আফতাব। উনি তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ সামনে আসছে। কিছুদিন আগেই বিজেপি নেতা মুকুল রায় পর্যন্ত একথা বলেছিলেন যে বাংলার জনতা নিবার্চন কমিশনের উপর অভিযোগ তুলেছে। যাইহোক অভিযোগ এখন দিন দিন বেড়েই চলছে কারণ পশ্চিমবঙ্গের অবস্থা হাতের বাইরে চলে গেছে। সারা দেশে নির্বাচন চলছে কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে গুন্ডামি চলছে। রাজ্যের জনতা বার বার প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহীনির দাবি তুলেছে। কিন্তু নির্বাচন কমিশন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী না দিয়ে মানুষের প্রাণ নিয়ে খেলা শুরু করেছে।
তৃণমূলের গুন্ডাবাহিনী স্থানে স্থানে উৎপাত করে মানুষের অধিকার হননে নেমে পড়েছে। আর এখন যে খবর আসছে তা চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে, রায়গঞ্জের একটা স্থানে হিন্দুদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। হিন্দু এলাকাকে চিন্হিতকরণ করে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। টাইমস নাউ এর খবর অনুযায়ী, হিন্দুদের ভোট প্রদান করতে দেওয়া হয়নি এবং তাদের ভোটার কার্ড কেড়ে ননেওয়া হয়েছিল।
West Bengal SHOCKER! Hindus blocked from voting in village in Raiganj constituency;
What absolute nonsense is this?
Is the EC sleeping..just coz Hindus are a minorty in this area they are being denied the right to vote!
Shocking & unacceptable https://t.co/vs03YYXS0l
— Advaita Kala / अद्वैता काला (@AdvaitaKala) April 18, 2019
টাইমস নাউ জানিয়েছে যে, তাদের রিপোর্টার সেই সমস্থ লোকেদের সাথে কথা বলেছে যাদেরকে ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছিল। ভোটাররা জানিয়েছে যে, তাদেরকে হিন্দু চিহ্নিতকরন করে ভোট প্রদান করতে দেওয়া হয়নি এবং ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়। মুসলিম বহুল এলাকায় তাদেরকে আটক করে রাখা হয়েছিল।খবর অনুযায়ী, ৬০০ হিন্দুকে ভোট প্রদানে বাধা দিতে একটা স্থানে আটকে দেওয়া হয়েছিল। অনেক হিন্দুকে মারধর করা হয় বলেও খবর সামনে এসেছে। অবশ্য পশ্চিমবঙ্গের দালাল মিডিয়া ধর্মনিরপেক্ষতা পালনের নামে খবরগুলি লুকিয়ে রেখেছে। ঘটনাকে কেন্দ্র করে অনেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IuhG5M
Bengali News