প্রথমে সৌমিত্র খাঁ তারপর একে একে সাংসদ ও বিধায়ক তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন বিজেপিতে। এবার তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে নাম লেখালেন মমতা ঘনিষ্ঠ নেতা। আজ বৃহস্পতিবার রাজ্য বিজেপি অফিসে গেরুয়া শিবিরে নাম লেখান মমতা ঘনিষ্ঠ নেতা শৈলেন মাহাতো।
বৃহস্পতিবার বিজেপির নেতা মুকুল রায় ও আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়র হাত ধরে বিজেপিতে যোগ দেন এই নেতা।
বিজেপিতে যোগ দিয়ে শৈলেন মাহাতো জানান, ‘ তৃণমূলে গণতন্ত্র নেই। এখন ওখানে শুধুই দুর্নীতি, সন্ত্রাস আর তোলাবাজি। তাই আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।”
রাজ্যে শুধু তৃণমূলের নেতা, সাংসদ আর বিধায়কেরাই না। রাজ্যের চারিদিক থেকে হাজার হাজার তৃণমূলের কর্মী , সমর্থকরাও বিজেপিতে যোগ দিচ্ছেন।
লোকসভা ভোটের মুখে তৃণমূলে এই ভাঙন যেমন শাসক দলকে ভাবাচ্ছে। তেমনই প্রতিদিনই গেরুয়া শিবিরের শক্তি বৃদ্ধি পাচ্ছে। বিজেপির সর্র্বভারতীয় সভাপতি অমিত শাহ এরাজ্যে ২৩ টি আসনে জয়ের লক্ষ্য রেখেছেন। আর বিজেপি যে ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে সেটা বলাই বাহুল্য।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2IsYEwe
Bengali News