বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে ব্যাবসা নিয়ে বড় সিদ্ধান্ত নিলো। স্বরাষ্ট্র মন্ত্রক সীমান্ত ব্যাবসা ১৯ এপ্রিল থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের একটি রিপোর্টে বলা হয়েছে যে, সীমান্তের রাস্তা দিয়ে হওয়া ব্যাবসা কিছু মানুষ দুরব্যাভার করছে। ব্যাবসায়িক রাস্তা দিয়ে হাতিয়ার, মাদক দ্রব্য আর জালি নোট পাঠানো হচ্ছে দেশে।
এনআইএ সীমান্ত সম্বন্ধীয় মামলা নিয়ে তদন্ত করছে। আর সেই তদন্তে সীমান্তের ব্যাবসায়িক রাস্তার দুর্ব্যাবহার করার তথ্য সামনে এসেছে। ওই রাস্তা গুলো সন্ত্রাসবাদ এবং আলগাওবাদীদের জন্য ব্যাবহার করা হচ্ছে। কয়েকটি জঙ্গি সংগঠন এই কাজ করাচ্ছে বলে জানা যায়।
সরকার জম্মু কাশ্মীরের সলামাবাদ আর চক্কা-দা-বাগ সীমান্তে ব্যাবসা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই নিয়ম আজ রাত ১২ঃ০০ থেকে লাগু হবে। এতদিন ধরে সপ্তাহে চারদিন এই সীমান্ত দিয়ে পাকিস্তানের সাথে ব্যাবসা চলত।
দুই দেশের মধ্যে অনেক বিবাদ চলার পর সীমান্ত ব্যাবসা ২০০৫-০৬ এ শুরু হয়েছিল। কিন্তু সন্ত্রাসবাদের সমস্যা বাড়ার জন্য অনেক সময় এই ব্যাবসা বন্ধ করে দেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GkIa61
Bengali News