আজ তৃণমূলের বিরুদ্ধে সূর চড়াতে বাংলায় হাজির হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেব। উনি আজ পুরুলিয়া বেং বর্ধমানে একটি করে সভা করেন। আজ দুর্গাপুরের কাঁকসায় বিজেপির বর্ধমান পূর্বের প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে উনি একটি সভা করেন।
সেই সভা থেকে তৃণমূল নেত্রীকে একহাতে নেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ প্রকল্প নিয়ে চলছেন। আর বিরোধীরা খুদকা সাথ, খুদকা বিকাশ প্রকল্প করতে চাইছেন। তিনি বলেন, এটা পঞ্চায়েত অথবা কর্পোরেশন এর ভোট না। এটা দেশের সবথেকে বড় ভোট। তাই এই গুরুত্বপূর্ণ ভোটে বিজেপির মত যোগ্য দলকে ভোট দিন।
তিনি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেও আওয়াজ তোলেন এদিন। তিনি বলেন, যদি মাথা নত করতে হয়, তাহলে ভারত মায়ের সামনে করব। তৃণমূলের গুণ্ডাদের সামনে মাথা নত করবনা। তিনি মমতা ব্যানার্জীকে আক্রমণ করে বলেন, বাংলায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে তৃণমূল। বাংলাকে সোনার বাংলা বানাতে, তৃণমূলের সন্ত্রাস থেকে রক্ষা করতে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2vuQJGB
Bengali News