কংগ্রেসের বড়ো নেতা দিগ্বিজয় সিং, যিনি হিন্দু বিরোধী মন্তব্য এর জন্য খ্যাত। উনি আরো একবার বিতর্কিত মন্তব্য করে দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন। যেহেতু লোকসভা নির্বাচন চলছে তাই নেতারা মুসলিমদের মন জয় করতে এবং মুসলিম ভোট নিজের দিকে টানতে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। মুসলিম সম্প্রদায়কে ভারতে সংখ্যা লঘু ঘোষিত করলেও আসলে মুসলিম সম্প্রদায় ভারতের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। ভারতে আসল সংখ্যা লঘু হলো- বৌদ্ধ, জৈন, শিখ ইত্যাদি সম্প্রদায়। কিন্তু ভোট পাওয়ার লোভে সব রাজনৈতিক দলগুলি মুসলিমদের সংখ্যালঘু বলেও ঘোষিত করে।আর এই সংখ্যালঘুদের খুশি করতে কংগ্রেস পার্টি হিন্দু ও হিন্দুত্বকে গলাগলি করতেও সংকোচ বোধ করে না।
ভূপাল থেকে দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে বিজেপির হয়ে মাঠে নেমেছেন সাধ্বী প্রজ্ঞা। এক সাংবাদিক এই ইস্যুতে দিগ্বিজয় সিংকে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন ছিল, সাধ্বী প্রজ্ঞা রাজনীতিতে নামার ফলে কি হিন্দু ভোটের ধ্রুবিকরণ হবে না? এই প্রশ্নের উত্তরে দিগ্বিজয় সিং যা বলেছেন তা রাহুল ও সোনিয়ার মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দুদের খুশি করার প্রয়াসে উপর জল ঢেলে দিতে পারে। প্রশ্নের উত্তরে দিগ্বিজয় সিং বলেন, হিন্দু! আপনারা হিন্দুত্বের কথা কেন বলেন, আমার ডিকসিনারীতে হিন্দুত্ব বলে কোনো শব্দ নেই।
শুধু ওই নয়, দিগ্বিজয় সিং তার এই বিতর্কিত মন্তব্যকে অন্য মোড় দিতে পারে এর অপেক্ষায় সাংবাদিক দাঁড়িয়েছিলেন। কিন্তু দিগ্বিজয় কোনো ভ্রূক্ষেপ না করে নিজের মন্তব্যের উপর দৃড় ছিলেন। এখন উনার এই মন্তব্য কংগ্রেরসের জন্য ভয়ানক প্রমাণিত হবে কিনা সেটা সময় বলে দেবে। কারণ সোনিয়া ও রাহুল মন্দিরে মন্দিরে গিয়ে নরম হিন্দুত্বের রাজনীতি খেলার চেষ্টা করছেন তথা হিন্দুদের খুশি করার চেষ্টা করেছেন। এমন পরিস্থিতিতে দিগ্বিজয় সিং এর মন্তব্য কংগ্রেসে পার্টির জন্য বিপদ ডেকে আনতেই পারে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2URNDvq
Bengali News